বাড়িতে ভুলেও লাগাবেন নাএই ৪টি গাছ, হতে পারে মহা বিপদ, রইল বিস্তারিত
বাস্তুবিদদের মতে বাড়িতে গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পাশাপাশি বাড়ির আশেপাশে অক্সিজেনের মাত্রাও যথাযথ থাকে গাছের কারণে।

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা বাড়িতে শখের বসে বিভিন্ন ধরনের গাছ লাগান। গাছ যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে সেরকমই পরিবেশের ওপরও একটি ইতিবাচক প্রভাব ফেলে। যার কারণে গাছ লাগানো পরিবেশের জন্য ভালো বলে মনে করা হয়। এছাড়াও বাস্তুবিদদের মতে বাড়িতে গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। পাশাপাশি বাড়ির আশেপাশে অক্সিজেনের মাত্রাও যথাযথ থাকে গাছের কারণে। বাস্তুবিদদের মতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো বাড়িতে লাগালে শুভ ফল দেয়। আবার এমন কিছু কিছু গাছ রয়েছে বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে। যার কারণে মানুষের জীবনে নেমে আসতে পারে আর্থিক টানাপোড়েন। আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত গাছগুলো সম্পর্কেই জানবো।
১. খেজুর-
শরীরের জন্য একটি অত্যন্ত উপকারী ফল হলো খেজুর। এই ফলটি যতটা উপকারী ততটাই সুস্বাদু। তবে বাস্তুবিদদের মতে খেজুর গাছ বাড়িতে না লাগানোই ভালো। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যদের জীবনে নেমে আসতে পারে ঘোর অর্থনৈতিক সংকট। এমনকি এই গাছ আপনাকে কাঙালও করে দিতে পারে। তাই ভুলেও খেজুর গাছ বাড়িতে লাগাবেন না।
২. বট বা অশ্বত্থ গাছ-
হিন্দু শাস্ত্র মতে বট বা অশ্বত্থ গাছ একটি অত্যন্ত পবিত্র গাছ। তবে এই সমস্ত গাছ কেবলমাত্র মন্দিরের জন্য ভালো শুভ, বাড়ির জন্য নয়। তাই ভুলেও কখনো এই গাছগুলো বাড়িতে পুতবেন না। এই গাছগুলো বাড়িতে থাকলে তা আপনার জীবন ছারখার করে দিতে পারে।
৩. কাঁটাজাতীয় গাছ-
বর্তমানে অনেকেই শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের কাঁটাজাতীয় ক্যাকটাস গাছ লাগান। এমনকি ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকে ঘরের ভেতরেও এই গাছগুলো লাগিয়ে থাকেন। তবে বাস্তুবিদদের মতে এধরনের কাঁটাজাতীয় গাছ সংসারের জন্য অত্যন্ত খারাপ। এই গাছগুলো আপনার জীবনকে কন্টকময় করে তুলতে পারে।
৪. বনসাই-
জাপানি পদ্ধতিতে একটি বড় গাছকে ছোট টবের মধ্যে বড় করে তোলার পদ্ধতি হলো বনসাই। অনেকেই বাড়ির সৌন্দর্য বাড়াতে এধরনের বনসাই গাছ বাড়িতে লাগান। তবে এধরনের গাছগুলো ডেকে আনতে পারে আপনার জীবনে অর্থনৈতিক সংকট। তাই ভুলেও এ ধরনের গাছ বাড়িতে রাখবেন না।