হুবহু মাইকেল জ্যাকসনের স্টাইলে দুর্দান্ত নেচে তাক লাগাল হাঁস, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একটি হাঁসকে মাইকেল জ্যাকসনের মতো নাচতে দেখা গেছে। দাবি করা হয়েছে, হাঁসটি আসলে ম্যান্ডারিন হাঁস।

নাচ মনের অনুভূতি প্রকাশ করার কৌশল। এই কৌশল যে সর্বদাই পারফেক্ট হতে হবে এর কোনো মানে নেই। কারণ অনুভূতি প্রকাশের মাধ্যম নিষ্পাপ হলে তা আর পারফেক্ট হওয়ার প্রয়োজন হয় না। মানুষ প্রশিক্ষিত হোক বা না হোক, একাকী হোক বা দলবদ্ধভাবে ইচ্ছে হলে মনের অনুভূতি প্রকাশের জন্য নাচের আশ্রয় নিয়েই থাকে। জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ার জন্য এমন কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যেগুলোর দৌলতে অন্যান্য প্রাণীদের নাচ দেখার সুযোগ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়া (Social Media) উপস্থিত থাকার কারণে আজকাল সাধারণ মানুষও চর্চার বিষয়ে পরিণত হয়েছে। এই জাতীয় প্ল্যাটফর্মগুলোর কারণে সাধারণ মানুষ খুব সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে। তবে আজকাল শুধুমাত্র সাধারণ মানুষই নয়, পশুপাখিও ভাইরাল হওয়ার সুযোগ পাচ্ছে। কখনও কখনও পশুপাখিদের সাধারণ ভিডিও নয়, একদম বিরল প্রকৃতির ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Duck Viral Video) হয়েছে। ভিডিওটিতে একটি হাঁসকে মাইকেল জ্যাকসনের মতো নাচতে দেখা গেছে। দাবি করা হয়েছে, হাঁসটি আসলে ম্যান্ডারিন হাঁস (Mandarin Duck)। এবার আসল ব্যাপারটি বোঝাই। ভিডিওতে দেখা যায় যে, রাস্তাটি বেশ পিছল প্রকৃতির। এই পিছল রাস্তাতেই চলতে গিয়ে হাঁসটির পা পিছলে যেতে দেখা যায়। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল হাঁসটি যেন মাইকেল জ্যাকসনের মতো ডান্স করছে। আর এই দৃশ্যই দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরা।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সুশান্ত নন্দা আইএফএস’ (Sushanta Nanda IFS) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং হাজারে হাজারে মানুষ পছন্দ করে ফেলেছেন।