অবিকল মানুষের মতো ট্রেডমিলে শরীরচর্চা করতে ব্যস্ত হাঁস, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একটি সাদা রঙের হাঁস পুকুরে সাঁতার কাটার বদলে হাজির হয়েছে জিমে। এমনকি জিমে এসে সে রীতিমতো ট্রেডমিলের উপর হাটা আরম্ভ করেছে।

বর্তমান সময়ে মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপের বন্ধু হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এক কথায় সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান প্রজন্মের মানুষ প্রায় অচল বললেই চলে। কারণ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্নভাবে মানুষ ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ার। পরস্পরের সাথে যোগাযোগ রাখা থেকে শুরু করে মনোরঞ্জন উপভোগ সবেতেই সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। তবে এর ফাঁকে কখনো কখনো এমন কিছু দৃশ্য ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায় যা অবাক করে সকলকে।
আমরা অনেকেই নিজেদের ফিট রাখার জন্য নিয়মিত জিমে যাই অথবা যোগ-ব্যায়াম করি। বিশেষ করে করোনা অতিমারির কারণে বর্তমানে বহু মানুষ শরীরচর্চার প্রতি বিশেষভাবে নজর দিয়েছে। তাহলে এবার সেদিক থেকে কিভাবে পিছিয়ে থাকে পশুপাখিরাও! তাই এবার মানুষের মতো নিজেকে ফিট করতে কোমর বেঁধে নেমে পরলো জীবজন্তুরাও। সেটা আবার কিভাবে সম্ভব? পশুপাখিরাও তাহলে এবার জিম করছে নাকি? হ্যাঁ তা করছে বৈকি। সম্প্রতি সেরকমই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো সমস্ত নিট নাগরিক।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। যেখানে একটি হাঁসের কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক প্রতিটি মানুষ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের হাঁস পুকুরে সাঁতার কাটার বদলে হাজির হয়েছে জিমে। এমনকি জিমে এসে সে রীতিমতো ট্রেডমিলের উপর হাটা আরম্ভ করেছে। তাও আবার সোজাভাবে নয় বরং উল্টোপায়ে। যা দেখে রীতিমতো অবাক প্রতিটি সাইবারবাসী। আর এই ভিডিওটি যে প্রতিটি মানুষের ভীষণভাবে নজর কেড়েছে তা ভিডিওটির ভিউজ ও কমেন্ট বক্সের কমেন্ট দেখলেই প্রমাণ মেলে।
‘ভাইরাল ওয়াইটি’ (Viral YT) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় হাঁসের এই অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিওটি। বর্তমানে যার ভিউজ পেরিয়ে গেছে প্রায় ৬০ হাজারের বেশি। পাশাপাশি ভিডিওটি মনে ধরেছে প্রায় কয়েক হাজার মানুষের। এমনকি উচ্ছাসিত জনতা বিভিন্ন ধরনের কমেন্ট করে কমেন্ট বক্স পুরো ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করে লিখেছেন, ‘হয়তো নাচের মুন ওয়াক এভাবেই আবিষ্কার হয়েছে’। আবার অনেকে ওই হাঁসের হাঁটাকে মাইকেল জ্যাকসনের সাথেও তুলনা করেছেন।