ফাঁকা বাড়িতে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচ বাবা ও মেয়ের, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়
এক খুদে কন্যা ও তাঁর বাবাকে জনপ্রিয় গানে ডান্স করতে দেখা যায়।

যুগের সঙ্গে পিতা ও কন্যার সম্পর্কের সমীকরণ বদলেছে। গুরুগম্ভীর সম্পর্ক রূপ নিয়েছে বুঝদার বন্ধুর। বর্তমানে কন্যাদের চোখে প্রথম সুপারহিরো হয় তাঁদের বাবা, সমাজের আক্রমণাত্মক তীরের প্রথম ঢাল হয় বাবা, জীবনে নিজ পরিচয় তৈরির পথের কারিগরী হয় বাবা। বর্তমানে কন্যাদের পিতারা আর শুধুমাত্র বায়োলজিক্যাল অভিভাবক হিসাবেই থেকে যাননি, অনেকেই এগিয়ে এসে স্ত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান সামলানোর দায়িত্ব পালন করছেন। আর তাই হয়তো বহু মেয়ের চোখেই প্রথম সুপারহিরো, প্রথম ঢাল, প্রথম বন্ধু বাবাই।
আজকাল পিতারা তাঁদের কন্যাদের বোঝেন। কন্যাদের প্রকৃতি অনুযায়ী লালনপালন করেন। কেউ নিজ কন্যাকে রাজকন্যা তৈরি করেন, তো কেউ তৈরি করেন ঝাঁসির রানী। কেউ নিজ কন্যার মধ্যে লতা মঙ্গেশকর দেখেন, আবার কেউ খুঁজে পান মেরি কম, মিথালি রাজ বা গীতা ফোগাটকে। সবমিলিয়ে এই সংঘর্ষময় বিশ্বের মাঝেই বহু মেয়েদের মুশকিল আসান করার জন্য এগিয়ে আসেন তাঁদের বাবারা।
সম্প্রতি পিতা-কন্যার এক মিষ্টি সম্পর্কই ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওতে (Father Daughter Viral Video)। ভিডিওটিতে এক খুদে কন্যা ও তাঁর বাবাকে জনপ্রিয় গানে ডান্স করতে দেখা যায়। একদিকে মোটামুটি ৪-৫ বছর বয়স বিশিষ্ট এক মেয়েকে লাল পাড় বিশিষ্ট শাড়ি পরে খাটের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপরদিকে কালো প্যান্ট ও সবুজ রঙের টিশার্ট পরিহিত মেয়েটির বাবাকে বাড়ির মেঝেতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুইজনকেই একসঙ্গে ‘ফিজা’ সিনেমার ‘আজা মাহিয়া’ গানে একদম সাধারণ স্টেপে ডান্স করতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মেহাদীজ় লাইফ’ (Mehadi’z Life) নামক এক ফেসবুক পেজ থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬৮২ হাজার অতিক্রম করে ফেলেছে।