সবুজ প্রকৃতির মাঝে লোকসংগীতের তালে দুর্দান্ত নাচ পাঁচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
একদল যুবতী 'লালে লাল পলাশ বন' (Lale lal Palash Bon) গানে দুর্দান্ত কায়দায় খোলা চা পাতা বাগানের মাঝে ঝুমুর নৃত্য করছে।

আমাদের ভারতবর্ষ হলো পৃথিবীর একমাত্র বৈচিত্র্যময় দেশ। এই দেশের অঞ্চলভেদে দেখা যায় ভিন্ন ভিন্ন মানুষ তার সাথে তাঁদের ভিন্ন ভিন্ন খাদ্যাভাস ও সংস্কৃতি। সেরকম ভাবেই ভিন্নতা রয়েছে নাচের ক্ষেত্রেও। ভারতের পশ্চিমে গেলে যেমন দেখা যাবে ভাংড়া ও গরবা নাচ ঠিক সেরকমই উত্তর-পূর্ব দিকে গেলে দেখা যাবে বিহু। পাশাপাশি দক্ষিণ ভারতের দিকে গেলে দেখা যাবে ভারতনাট্যমের মতো জনপ্রিয় নাচের ধরন। সেরকম ভাবেই নাচের বৈচিত্রের দিক থেকে পিছিয়ে নেই আমাদের বাংলাও। বাংলা থেকেও সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের নাচের ধরন।
যার মধ্যে ঝুমুর নৃত্য একটি অত্যন্ত জনপ্রিয় নাচ। এই নাচ পশ্চিমবঙ্গ বাদেও পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও দেখা যায়। সম্প্রতি সেরকমই এই নাচের এক অসাধারণ নিদর্শন চোখে পরলো সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা যাচ্ছে একদল যুবতী ‘লালে লাল পলাশ বন’ (Lale lal Palash Bon) গানে দুর্দান্ত কায়দায় খোলা চা পাতা বাগানের মাঝে ঝুমুর নৃত্য করছে। অস্বাভাবিকভাবেই এধরনের নাচ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে গোটা নেক দুনিয়া জুড়ে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৫ জনের একদল যুবতী খোলা চা পাতা বাগানের মাঝে নৃত্য পরিবেশন করছেন। আর তাঁদের প্রত্যেকেরই পরনে রয়েছে সবুজ রঙের শাড়ি, সাথে লাল রঙের ব্লাউজ ও মাথায় লাল রঙের গোজা ফুল। তাঁদের পোশাকের ধরন পুরোটাই আদিবাসী স্টাইলে। যা এই গানটির সাথে অত্যন্ত মনানসই। সে কারণে এই গানটি সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা পেতে বেশি একটা সময় লাগেনি।
প্রায় বছর তিনেক আগে ‘জয়জিৎ ডান্স’ (Joyjit Dance) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় অসাধারণ এই ঝুমুর নৃত্যের ভিডিওটি। যা বর্তমানে দেখে ফেলেছেন প্রায় ৪৫ মিলিয়ন অর্থাৎ ৪৫ লক্ষ্যের বেশি মানুষ। এমনকি ভিডিওটিতে শুধুমাত্র লাইক পরেছে প্রায় দেড় লক্ষ এর কাছাকাছি। পাশাপাশি অনেকেই কমেন্টবক্সে কমেন্ট করে ওই পাঁচ যুবতীর নাচের প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন।