শাল তলে বেলা ডুবিল, সবুজ প্রকৃতির মাঝে শাড়ি পরে দুর্দান্ত নাচলেন সুন্দরী যুবতীরা, ভাইরাল ভিডিও

খোলা আকাশের নিচে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ করলেন পাঁচ সুন্দরী যুবতী।

প্রতিভা প্রচারের এক অতুলনীয় মাধ্যম হল সোশ্যাল মিডিয়া (Social Media)। সাধারণ মানুষ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করার মাধ্যমে আগের তুলনায় অনেক সহজে নিজের প্রতিভার প্রচার ঘটাতে পেরেছেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সঠিক স্ট্র্যাটার্জির সঙ্গে নিজেদের প্রতিভা সমন্বিত ভিডিওগুলোকে প্রচার করার মাধ্যমে অনেকেই বর্তমানে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় যেন প্রতিভাধারী শিল্পীদেরকে প্রতিভা প্রচারের জন্য বিশেষ মঞ্চ প্রদান করেছে। এই মঞ্চের ব্যবহার সঠিকভাবে যেই করতে পেরেছেন, সেই সময়ের সঙ্গে ইন্টারনেট সেনসেশনে পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন। সেই প্রতিভা আবৃতি বা অঙ্কনকে কেন্দ্র করে হোক কিংবা গান বা নাচকে কেন্দ্র করে সমস্ত রকমের প্রতিভাকেই বিশ্বের সামনে মেলে ধরার সমান সুযোগ তৈরি করে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাঁচ যুবতীর অসাধারণ প্রতিভা সমন্বিত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ৫ যুবতীকে মানানসই পোশাক পরে জনপ্রিয় লোকগীতিতে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘শালতলে বেলা ডুবিল’ গান এবং এই গানের তালে ৫ যুবতীকে অসাধারণ শারীরিক অঙ্গিভঙ্গি ও মুখমণ্ডলের এক্সপ্রেশন প্রদর্শন করার মাধ্যমে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গেল। এই ভিডিওতে দৃশ্যমান পাঁচ যুবতীর মধ্যে তিন যুবতীকে লাল রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় এবং অপর দুইজনকে হলুদ রঙের শাড়ি ও হলুদ রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় নাচ করতে দেখা যায়। পায়ে লাল আলতা, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় বাঁধা রঙিন পালকযুক্ত খোঁপা, মানানসই রুপোলি কোমর বন্ধনী ও অন্যান্য গয়না পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল পাঁচজনকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘুঙুর ডান্স স্কুল’ (Ghungur Dance School) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ৮৩ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।