‘কদম ডালে বাজায় বাঁশি’, সবুজ প্রকৃতির মাঝে দুর্দান্ত নাচ পাঁচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
জনপ্রিয় বাংলা গান ‘কদম ডালে বাজায় বাঁশি’-এ খুবই সুন্দরভাবে দক্ষতার সঙ্গে পাঁচ যুবতীকে নৃত্য পরিবেশন করতে দেখা গেল।

বাংলার বুকে পল্লীগীতি, লোকগীতি বা বাউল গানের অস্তিত্ব এখনও মিলিয়ে যায়নি। হাজারও আধুনিক গান বাণিজ্যিক সিনেমার গানের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে লোকগীতি, পল্লীগীতি গানগুলো। নব প্রজন্মের মধ্যেও এই প্রকৃতির গানকে বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা। সেই শিল্পী সঙ্গীত শিল্পী হোক বা নৃত্যশিল্পী নতুন প্রজন্মের কাছে প্রত্যেকবার গানগুলোকে তুলে ধরেছেন তাঁরা।
বাংলা মিউজিকের পরিসর আজ বিস্তৃতি লাভ করেছে। সঙ্গীত জগতের নানান বিভাগকে স্পর্শ করে আজ বাংলা সঙ্গীত জগৎ যেন স্বয়ং সম্পূর্ণা। বর্তমানে কীর্তন গীতি, লোকগীতি, পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, বাণিজ্যিক সিনেমার গান সহ আরও নানান রকমের সঙ্গীত জগতের ছোঁয়ায় আজ বাংলা মিউজিক জগৎ দেশজুড়ে পরিচিতি লাভ করেছে।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে জনপ্রিয় বাংলা গান ‘কদম ডালে বাজায় বাঁশি’-এ খুবই সুন্দরভাবে দক্ষতার সঙ্গে পাঁচ যুবতীকে নৃত্য পরিবেশন করতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে এই গান বাজতে থাকার মাঝেই খোলা আকাশের নিচে প্রকৃতির কোলে ৫ সুন্দর যুবতীকে মানানসই পোশাক পরে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে নাচ করতে দেখা গেল। মাঝে দাঁড়িয়ে থাকা যুবতীর পরণে ছিল লাল শাড়ি ও নীল রঙের ব্লাউজ এবং বাকি চারজনের পরণে ছিল হলুদ শাড়ি ও লাল ব্লাউজ। কোমরে কয়েনযুক্ত কোমরবন্ধনী, গলা ভর্তি সোনালি রঙের গয়না, কানে সোনালি রঙের ঝুমকো ও মাথায় লাল-হলুদ ফুলের গজড়া পরিহিত অবস্থায় ৫ জনকেই খুব সুন্দর লাগছিল দেখতে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জয়জিৎ ডান্স’ (Joyjit Dance) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিও দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে গেছেন এবং কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩৩ হাজার অতিক্রম করে ফেলেছে।