Tollywood Couple : পুজোর আগেই আলাদা টলি পাড়ার এই পাঁচ পাওয়ার কাপল, চেনেন তাঁদের?
টলিপাড়ার (Tollywood) পাওয়ার কিছু কাপল একে অপরের থেকে আলাদা হতে চলেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুজোর আগেই কোন কোন জুটির ব্রেকআপ (Break Up) হয়ে গেছে।

Tollywood Couple: টলিউডের অন্দরের প্রেম ও পরকীয়া সবসময়ই চলতে থাকে। সেলিব্রিটিদের প্রেম কোন সময়ে থাকে ও কোন সময়ে থাকে না তা বলার দরকার হয় না। তবে পুজোর আগে এই পাওয়ার ক্যাপেল দের প্রেম জমে ওঠে সম্পূর্ণভাবে। কিন্তু আনন্দের মুহূর্তে টলিপাড়ার কিছু আইকনের জন্য বেশ বিষাদময় হতে চলেছে। টলিপাড়ার (Tollywood) পাওয়ার কিছু কাপল একে অপরের থেকে আলাদা হতে চলেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুজোর আগেই কোন কোন জুটির ব্রেকআপ (Break Up) হয়ে গেছে।
১) সোহিনী সরকার -রণজয় বিষ্ণু (Sohini Sarkar-Ranojoy Bishnu):
টলিউডের বহুল চর্চিত ‘কাপল’ দের মধ্যে অন্যতম সোহিনী এবং রণজয়। তবে বর্তমানে দুজনের হয়ে গেছে ব্রেকআপ। যে কারণে সোহিনী সম্ভবত গায়ক শোভন গাঙ্গুলির সাথে ওরেম করছেন এমনটাও শোনা যাচ্ছে। দুই তারকা এই বিষয়ে মুখ না খুললেও খবর অনুযায়ী গত আগস্ট মাসেই তারা আলাদা হয়ে গিয়েছেন।
২) ঋতাভরী চক্রবর্তী – তথাগত চ্যাটার্জী (Ritabhari Chakraborty-Tathagata Chatterjee):
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও তার মনোবিদ প্রেমিক তথাগতর সম্পর্কেও চিড় এসেছে। অপারেশনের পর নায়িকা ডিপ্রেশনে গেলে তখনই একে অপরের কাছাকাছি আসেন। সোশ্যাল মিডিয়াতে ঘোষণাও করেন দুজনে কিন্তু তারপরই দুজনার মধ্যেকার সম্পর্ক ভেঙ্গে যায়।
৩) নবনীতা দাস – জিতু কমল (Nabanita Das-Jeetu Kamal):
জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাস স্বামী-স্ত্রী। দাম্পত্য জীবনও বেশ সুখেরই শোনা যায়। দুজনে বিবাহ বার্ষিকী কাটাতে হাজির হন লন্ডনে। কিন্তু তারপর থেকেই দুজনের সম্পর্কে চিড় ধরেন। নবনীতা সোশ্যাল মিডিয়াতে লম্বা পোস্ট দিয়ে সেই সম্পর্ক ভাঙার কথা নিজেই জানিয়েছেন তিনি।
৪) সায়ন্ত মোদক – প্রিয়াঙ্কা মিত্র (Sayanta Modak-Priyanka Mitra) :
দুজনেই ‘খড়কুটো’ ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন। প্রথমে গোপনে চললেও পরে দুজনার রিলস ভিডিও সমস্ত সত্যি ফাঁস করে দেয়। দুজনার ‘হ্যাপি টাইম’ বেশ কম সময়ের জন্যই চলতে থাকে। আজকাল আর একসাথে নেই তারা দুজন। দুজনেই নাকি অন্য জনের সাথে মন দেওয়া নেওয়ার খেলায় ব্যস্ত এখন।
৫) স্বস্তিকা দত্ত – শোভন গাঙ্গুলী (Swastika Dutta-Shovan Ganguly):
গায়ক শোভন গাঙ্গুলির সাথে স্বস্তিকা ঘোষের প্রেমকাহিনী সবাই জানেন। গুঞ্জন অবশ্য আজকের নয়। তবে আজকাল অনেক কারনেই সেরকম বনিবনা নেই। নাম এসেছে শোভনের প্রাক্তন ইমনের দিকে। কানাঘুষোয় বিচ্ছেদের কথা শোনা গেলেও স্বস্তিকার জন্মদিনের সময়ই বিচ্ছেদ হয় দুজনার। তবে এখন নাকি তারা ভালো বন্ধু হয়ে ওঠেছেন। শোভন অন্যদিকে স্বস্তিকার সাথে প্রেম করছেন।