সবুজ প্রকৃতির মাঝে বাউল গানে দুর্দান্ত নাচ ৫ সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

লা আকাশের নিচে সবুজ ধানক্ষেতের মাঝে পরিপাটি করে সেজে ৫ জনকে অসাধারণভাবে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া খুললেই নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরণের ভিডিওর মাঝে নাচের ভিডিও সম্ভবত একটু বেশিই দেখা যায়। নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়ার অংশ হওয়ার মাধ্যমে নিজেদের প্রতিভা দর্শকদের কাছে সহজে তুলে ধরার সুযোগ পেয়েছেন। কোনো নৃত্যশিল্পী ভালো নাচলে নেটিজেনরাও প্রশংসা করতে কার্পণ্য করেন না। ফলস্বরূপ, প্রতিভাধারী শিল্পীরা খ্যাতির স্বাদ পাওয়ার সুযোগ পান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একদল তরুণীকে জনপ্রিয় বাউল গানে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে। ভিডিওটিতে মোট ৫ জন তরুণীকে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘কদম ডালে বাজায় বাঁশি’ (Kodom Dale Bajay Banshi) গান এবং সেই গানেতেই খোলা আকাশের নিচে সবুজ ধানক্ষেতের মাঝে পরিপাটি করে সেজে ৫ জনকে অসাধারণভাবে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

এর মধ্যে দলের মাঝে দাঁড়িয়ে থাকা তরুণী নীল ব্লাউজ ও লাল শাড়ি পরেছিলেন এবং বাকিরা লাল ব্লাউজ ও সবুজ পাড় বিশিষ্ট হলুদ শাড়ি পরেছিলেন। ৫ জনের কোমরে ছিল কয়েনওয়ালা কোমর বন্ধনী ও মাথার খোঁপায় ছিল বড়ো রঙিন ফুল। হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে কুমকুম দিয়ে আঁকা লাল-সাদা টিপ, হাতে লাল চুড়ি ও সোনালি রঙের গয়না পরিহিত অবস্থায় তরুণীদের খুবই সুন্দর লাগছিল দেখতে।

উপযুক্ত পরিবেশে সঠিক সাজে এতই সুন্দরভাবে যুবতীরা নৃত্য প্রতিস্থাপন করলেন যে, নেটিজেনদের ভিডিও থেকে দৃষ্টি ফেরানো দায় হয়ে পড়েছিল। যুবতীদের নৃত্যশৈলী ছিল অপূর্ব। পাঁচজনের মুখমণ্ডলের এক্সপ্রেশনও ছিল দেখার মতো। নেটিজেনরা এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গেছেন। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জয়জিৎ ডান্স’ (Joyjit Dance) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ১০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৩৪ হাজার মানুষ পছন্দ করেছেন।