ঘোর কলিযুগ! মহানন্দে সিগারেট টানছে ছাগল, তুমুল ভাইরাল ভিডিও
একটি ছাগলকে একদম মানুষের মতো সিগারেট ফুঁকতে দেখা গেল।

ছাগল অন্যতম গৃহপালিত পশু। ছাগলের বৈজ্ঞানিক নাম Capra aegagrus hircus। বলা হয়, সাধারণ ছাগল মূলত পূর্ব ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্য ছাগল থেকে এসেছে। দাবি করা হয়, ছাগলের সূত্র ভেড়ার সঙ্গে রয়েছে। এই পৃথিবীতে ছাগলের মোট ৩০০ প্রজাতির ছাগল রয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা অনুযায়ী, ২০১১ সাল পর্যন্ত মোট ছাগলের সংখ্যা প্রায় ৯২৪ মিলিয়ন ছিল। ক্যালিবার্টেড ক্যালেন্ডারে দাবি করা হয়েছে যে, ছাগল প্রায় ১০ হাজার বছর আগে গৃহপালিত পশু হিসাবে ব্যবহৃত হতো।
জানিয়ে রাখি, প্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগল মূলত বিলিস বা বুকস নামে পরিচিত। স্ত্রী ছাগল ন্যানইজ বা ডোজ নামে পরিচিত। খাসি ছাগল পুরুষরা আবার ওয়েদার নামে পরিচিত। গুণমানের হিসাবেও আবার ছাগল বিভিন্ন নামে পরিচিত। এইক্ষেত্রে ক্যাপ্রিন ও হেয়ারকেইন শব্দদুটি ব্যবহার করা হয়।
সম্প্রতি এই ছাগলেরই এক ভিডিও ভাইরাল (Goat Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে ছাগলের কাণ্ড অবাক করে দেওয়ার মতো। ছাগল ঘাস খেতে পারে, এটা সবাই জানে। কিন্তু ছাগল যে বিড়ি বা সিগারেই খেতে পারে, এটা কে জানতো? কথাটা অবিশ্বাস্য মনে বলেও এটাই সত্যি। ভিডিওটিতে একটি ছাগলকে একদম মানুষের মতো সিগারেট ফুঁকতে দেখা গেল।
দাবি করা হয়েছে ভাইরাল ভিডিওটি বালুরমাঠ মোহাম্মাদপুরে রাশিদা ছাগল ফার্মের। এই ফার্মের মালিক ভিডিওটিতে জানিয়েছেন যে, তাঁর ছাগলের মধ্যে দুনিয়ার বিচিত্র স্বভাব বর্তমান। তাঁর ছাগলগুলো নাকি শুধুমাত্র সিগারেট খায় না, চা এবং মদও খায়। ফার্মের মালিকের কথা শুনে তো হাঁ হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে নেট দুনিয়ায়। ‘সাদ টিভি’ (Saad TV) নামক এক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।