এবার মাত্র 500 টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার! উপকৃত হবেন এই রাজ্যের মানুষরা
গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের বর্তমান দাম প্রায় ১২০০ টাকা। ঘরোয়া গ্যাসের দামে কখনও বৃদ্ধি দেখা যায়, আবার কখনও হ্রাস। তবে জানিয়ে রাখি সেই ১২০০ টাকার গ্যাসই এবার পাওয়া যাবে মাত্র ৫০০ টাকায়।

হুহু করে বেড়ে চলেছে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। জুন মাসের শুরুতেও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমতে দেখা গেল না। যদিও ১লা জুন তারিখে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে, তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের দাম জুনেও অপরিবর্তিত থাকতে দেখা গেল। বর্তমানে দেশজুড়ে ঘরোয়া গ্যাসের দাম কমবেশি ১২০০ টাকা। এর চাপ পড়েছে সাধারণ মানুষের পকেটেও।
এইসবের মাঝেই শোনা গেল ৫০০ টাকায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়ার খবর। কীভাবে পাওয়া যাবে জানতে হলে পড়ে ফেলুন পুরো প্রতিবেদন (Gas Cylinder Latest Update)।
■ মাত্র ৫০০ টাকায় গ্যাস পাওয়া যাবে কীভাবে?
গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের বর্তমান দাম প্রায় ১২০০ টাকা। ঘরোয়া গ্যাসের দামে কখনও বৃদ্ধি দেখা যায়, আবার কখনও হ্রাস। তবে জানিয়ে রাখি সেই ১২০০ টাকার গ্যাসই এবার পাওয়া যাবে মাত্র ৫০০ টাকায়।
জেনে রাখুন, ৫০০ টাকায় গ্যাস ব্যবহারের সুবিধা যদিও দেশের সবাই পাবেন না। এই সুবিধা উপভোগ করতে পারবেন একমাত্র রাজস্থানের বাসিন্দারা। কারণ গেহলট সরকার মাত্র ৫০০ টাকায় ঘরোয়া গ্যাস দেওয়ার স্কিম চালু করেছে। আবার রাজস্থানের সবাইও এই সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।না। এই স্কিম লঞ্চ করা হয়েছে মূলত দৈনিক খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য। তবে এক্ষেত্রেও আছে কিছু শর্ত। সেগুলোই নিম্নে ধাপে ধাপে পেশ করা হল।
◆ শর্তগুলো হল-
১. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই রাজস্থানের বাসিন্দা হতে হবে।
২. এই স্কিমটি সবার জন্য নয়। শুধুমাত্র দরিদ্র মানুষের জন্য।
৩. প্রকল্পের উপভোক্তাদেরকে অবশ্যই বিপিএল কার্ডের (BPL Card) অধিকারী হতে হবে।
৪. ইচ্ছুক ব্যক্তির নাম অবশ্যই ‘পিএম উজ্জ্বলা’ (PM Ujjwala) স্কিমে নথিভুক্ত থাকতে হবে।
৫. উপভোক্তাকে কেনার সময়ে ধার্য অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ ঘরোয়া গ্যাস সিলিন্ডার কেনার জন্য যে মূল্য ঠিক করা হয়েছে সেটিই প্রথমে উপভোক্তাকে দিতে হবে।
৬. ভর্তুকির দৌলতে ৫০০ টাকা বাদে বাকি অর্থ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এইভাবে স্কিমের উপভোক্তা ৫০০ টাকায় গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।