কোন ভারতীয় রাজা তার মেয়েকে বিয়ে করেছিলেন? উত্তর দিতে গিয়ে মাথায় হাত জিনিয়াসদের

যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও।

আপনি কি IAS বা IPS হবার স্বপ্ন দেখেন? কার্যত প্রতিটি পড়ুয়া নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রানপন চেষ্টা করছেন। তবে শুধুই কিছু বই পড়লেই আপনি নিজের স্বপ্নের চাকরি পেয়ে যাবেন। যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই সময়ে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন ১১টি প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের বিগত ইন্টারভিউ রাউন্ডে দারুণ কাজে দেবে। নিচে দেখে নিন সেই বিশেষ ১১টি প্রশ্ন ও তার উত্তর –

১) বলতে পারবেন আমাদের দেশের জাতীয় খাবার কোনটি?

উত্তর – খিচুড়ি। কারণ এই খাবার ভারতের সব রাজ্যের মানুষ খেতে ভালোবাসে।

২) চলন্ত ঘোড়া থেকে পড়ে মারা গেছে কোন মুসলিম শাসক?

উত্তর – কুতুবউদ্দিন আইবক।

৩) কোন দেশে পাঁচ লাখের নোটের প্রচলন আছে?

উত্তর – ভিয়েতনামে।

৪) কোন প্রাণীর মাথা না থাকলেও চোখ আছে?

উত্তর – কাঁকড়া।

৫) পৃথিবীতে বিদ্যালয়ে পরীক্ষা চালু হয় কোন দেশে?

উত্তর – চীন

৬) আগুনের উপরে কোন গ্যাস স্প্রে করলে নিভে যায়?

উত্তর – কার্বন ডাই অক্সাইড।

৭) হলুদ জলের নদী কোন দেশে আছে?

উত্তর – চিনে।

৮) ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কুকুর পাওয়া যায়?

উত্তর – উত্তরপ্রদেশে।

৯) গরু কোন দেশের জাতীয় পশু?

উত্তর – নেপালের।

১০) ভগবান রাম বিষ্ণুর কততম অবতার?

উত্তর – ভগবান রাম বিষ্ণুর সপ্তম অবতার।

১১) কোন ভারতীয় রাজা তার মেয়েকে বিয়ে করেছিলেন ?

উত্তর :  মুঘল শাসক শাহজাহান তার মেয়ে জাহানারাকে বিয়ে করেছিলেন।