হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচল, রাস্তা পার হচ্ছে বিশালকার পাইথন সাপ, ভাইরাল ভিডিও
বিশালাকার সাপটিকে খোলা রাস্তা পেরোতে দেখে অবাক হয়ে গেছেন রাস্তায় উপস্থিত যাত্রী তথা দর্শকরা।

সাপের নাম শুনে অনেকেই আতঙ্কিত হন। অনেকেই সাপের ভিডিও দেখেই আতঙ্কিত অনুভব করেন। এই সাপ যদি আবার পাইথন সাপ হয়, তাহলে তো কথাই নেই! নাম শুনেই অনেকের গা শিউরে ওঠার অবস্থা তৈরি হয়। এই ঘটনা অস্বাভাবিক মোটেই নয়। কোনো বিশালাকার সাপ যদি শিকার করার উদ্দেশ্যে তেড়ে আসে, তাহলে মানুষ ভয় পাবেই না বা কেন?
সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরণের ভিডিওর মাঝে সাপের ভিডিও দেখতে পাওয়া যায়। পাইথন বহু দেশেই দেখতে পাওয়া যায়। তবে এদের আধিক্য দক্ষিণ আমেরিকায় বেশি। প্রজননের ঋতুতে এই সাপ একটা আস্ত মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে। এই সাপের শিকার করার বিশেষ কায়দা আছে। এটি প্রথমে শিকারকে পেঁচিয়ে ধরে আধমরা করে ফেলে তারপরে ধীরে ধীরে গিলে ফেলে। এই জগতে নানান রকমের পাইথন রয়েছে, তবে সমস্ত প্রজাতির মধ্যে সবুজ রঙের সবচেয়ে বেশি বিপদজ্জনক।
সম্প্রতি সাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বিশালাকার কালো রঙের সাপকে সড়ক পার করে রাস্তার এপার থেকে ওপার যেতে দেখা গেছে। দাবি করা হয়েছে, সাপটি পাইথন প্রজাতির সাপ। সাপটিকে রাস্তার ধারে থাকা ঝোপ থেকে বেরিয়ে রাস্তার অপরদিকে অবস্থিত ঝোপে চলে যেতে দেখা গেছে। বিশালাকার সাপটিকে খোলা রাস্তা পেরোতে দেখে অবাক হয়ে গেছেন রাস্তায় উপস্থিত যাত্রী তথা দর্শকরা। ঘটনাটির কারণে যানচলাচল বন্ধ হয়ে যেতে দেখা গিয়েছে এবং বহুজনকেই ভিডিও রেকর্ড করতে বা ফটো তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে। সাপটি যদিও রাস্তার যাত্রীদের উপর আক্রমণ করে তাঁদের ক্ষতি করার চেষ্টা করেনি। সাপটিকে নিজের মতো করে রাস্তা পার হয়ে যেতে দেখা গেছে।
View this post on Instagram
এই লোমহর্ষক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরে বহু নেটিজেন ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘স্নেক ওয়াইল্ড’ (Snake Wild) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওর লাইকের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।