Viral Video : ফাঁকা মাঠে বিশালাকার পাইথনের সাথে উদ্দাম লড়াই কুকুরের, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি কুকুরের সাথে লড়াইয়ে মত্ত হয়েছে একটি বিশাল আকৃতির পাইথন।

Viral Video: সোশ্যাল মিডিয়া খুললে প্রথমেই যে জিনিসটি সকলের নজরে আসে তা হলো বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও। যেগুলোর মধ্যে থাকে আবার বিভিন্ন ধরনের টপিকের ভিডিও। পৃথিবীর এমন কোনো টপিকের ভিডিও নেই যা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধরা পড়ে না। যার ফলে দিনকে দিন আরো বেশি করে মানুষ সোশ্যাল মিডিয়া ঘেঁষা হয়ে পড়ছে। বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষের জীবনই এই সোশ্যাল মিডিয়া ছাড়া প্রায় অচল বললেই চলে।

যোগাযোগ থেকে শুরু করে বিনোদন উপভোগ কিংবা নিজেদের প্রতিভা প্রকাশ ও রোজগার সমস্ত কিছুই সম্ভব হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিমুহূর্তে এই সোশ্যাল মিডিয়ায় যেমন বিভিন্ন বয়সী মানুষের প্রতিভামূলক ভিডিও ভাইরাল হচ্ছে ঠিক সেরকমই সমানভাবে ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলো। যার মধ্যে সকলের সবচেয়ে বেশি নজর কাড়ছে বিভিন্ন সাপেদের ভিডিও।

বাস্তবে সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলো অত্যন্ত আনন্দের সহিতই উপভোগ করেন প্রতিটি মানুষ। যার কারণে এগুলোর জনপ্রিয়তাও থাকে তুঙ্গে। সম্প্রতি সেরকমই একটি লোমহর্ষক ভিডিও নাড়িয়ে দিয়েছে প্রতিটি নেট নাগরিকের মন। কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিষাক্ত প্রজাতির পাইথন ও কুকুরের লড়াই।

সাধারণত সাপের সাথে বেজির লড়াই দেখা গেলেও কুকুরের সাথে এধরনের লড়াই এর আগে কখনো চোখে পড়েনি। লোমহর্ষক এই ভিডিওটি ‘wild_life_animal_fight‘ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে আপলোড করা হয়। যেখানে দেখা যাচ্ছে একটি কুকুরের সাথে লড়াইয়ে মত্ত হয়েছে একটি বিশাল আকৃতির পাইথন। তবে ভিডিওটি খুব ছোট হবার কারণে শেষমেষ জানতে পারা যায়নি যে আসলে কি জয়ী হয়েছে তাদের মধ্যে। তবে ভিডিওটি যে সকলেরই ভীষণ পছন্দ হয়েছে তা ভিডিওটির ভিউজ ও কমেন্ট বক্স দেখলেই প্রমান মেলে।