Viral Video: বিছানার মধ্যে একাধিক পাইথন সাপকে জড়িয়ে ঘুমাচ্ছো খুদে মেয়ে, ভাইরাল ভিডিও

যে সমস্ত প্রজাতির সাপের মধ্যে কোবরা ও পাইথন হল সবচেয়ে বিষাক্ত একধরণের সাপ।

Viral Video : ইন্টারনেটের দুনিয়া মানেই শত শত অজানাকে জানার ও অচেনা কে দেখার সুযোগ পাওয়া যায় । ইন্সটাগ্রাম {Instagram} কিংবা অন্য সোশ্যাল মিডিয়া [Social Media} জায়গা করে নিয়েছে প্রতিদিনের জীবনে । রোজ কিছু না কিছু নতুন আমাদের সামনে উপস্থিত হয় যা মধ্যে দেখলে সাধারন মানুষের চোখ কপালে ওঠে । আজকেও কিন্তু আমাদের প্রতিবেদন নেক্সট নিউজ এমন কিছু নিয়ে হাজির হয়েছে যা দেখলে আপনি কার্যত ভয় পেতে বাধ্য । যে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে তা সত্যি অন্যরকম ও সবথেকে ভয়ঙ্কর বলা চলে।

Viral Video

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কিংবা দুটি বা তিনটি নয় এক বিছানায় প্রচুর সাপ মানুষের মত করে ঘুমাচ্ছে । তবে এতে আশ্চর্যের বিষয় কি নিশ্চয়ই সেটাই ভাবছেন ? আদতে সেই বিছানায় সাপ গুলি একা ছিল না সেখানে ছিল একটি বাচ্চা মেয়ে। যার বয়স খুব বেশি হবে না ১০ থেকে ১২ বছরের মধ্যেই। সেই মেয়েটি বিছানায় কার্যত সম্পূর্ণ জরিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল । সাপ গুলির মধ্যে পাইথন থেকে কোবরা কার্যত সবকিছুই ছিল।

এখানে দেখুন : ফাঁকা মাঠে বিশালাকার পাইথনের সঙ্গে তুমুল লড়াই কুকুরের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

শুধু তাই নয় দেখে মনেই হচ্ছে সেই বাচ্চা মেয়েটিকে পাহারা দিতেই সেখানে মোতায়েন হয়েছে।পাশের থেকে একজন সেই মুহূর্তের ভিডিও তৈরি করেছেন। কিন্তু নেটিজেনদের প্রশ্ন কেন এইভাবে শুধু ভিডিও তৈরি করার জন্য কেন সাপ ও মেয়েটিকে ব্যবহার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। এই ধরণের ভিডিও এর আগে দেখা যায়নি। আপনাদের জন্য বলে রাখি, যে সমস্ত প্রজাতির সাপের মধ্যে কোবরা ও পাইথন হল সবচেয়ে বিষাক্ত একধরণের সাপ। একজন মানুষকে একবার কামড়ালে তার পক্ষে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। অবশ্য পাইথন কামড় দেয় না বরং নিজের শক্তিশালী শরীরের মাধ্যমে পেঁচিয়ে ধরে যার ফলে শিকারের মৃত্যু হয় ।

Viral video :

 

View this post on Instagram

 

A post shared by Ariana (@snakemasterexotics)

“snakemasterexotic” নামের এক ইন্সতাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। কয়েক লক্ষ দর্শক ইতিমধ্যে সাক্ষী হয়েছে এমন এক মুহূর্তের। সকলেই যদিও উদগ্রীব সেই মেয়েটির জন্য। তবে ভিডিও থেকে জানা জাচ্ছে মেয়েটির নাম আরিয়ানা। যে ছোট থেকেই সাপের সাথে বন্ধুত্ব করেছে । তাই সাপেদের সাথে এক বিছানায় ঘুমানো থেকে থাকা খাওয়া সব কিছুই চলতে থাকে । সোমবারের সকালে এই ভিডিও আপনাকে কতটা অবাক করে এখন সেটাই দেখার ।