সবুজ টিয়া পাখির সাথে হঠাৎ ঝগড়া শুরু করল সাদা রঙের টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

সাদা টিয়াপাখি (White Parrot) ও একটি সবুজ টিয়াপাখিকে (Green Parrot) ঝগড়া করার দৃশ্যে ব্যস্ত থাকতে দেখা যায়।

আমরা আশেপাশে সাধারণত মানুষকেই ঝগড়া করতে দেখি। বন্য প্রাণীদের একে অপরকে তাড়া করতে দেখলেও বা একে অপরের শিকার করতে দেখলেও মানুষের ঝগড়া করার দৃশ্য মোটেই দেখতে পাওয়া যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এবার অবলা প্রাণীদেরও ঝগড়া করার দৃশ্য দেখতে পাওয়া গেল। সম্প্রতি দুই পাখির ঝগড়া করার দৃশ্য ভাইরাল ভিডিওতে পরিণত হতে দেখা গেল।

পৃথিবীতে নানান রকমের পাখি দেখতে পাওয়া যায়। ছোট্ট পাখি, বিশালাকার পাখি, পোষ্য পাখি, শিকারি পাখির সমাহার এই বিশাল জগতে। এই সমস্ত পাখিদের ভিডিও উপলব্ধও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই প্ল্যাটফর্মে নানান ধরণের পাখির ভিডিও দেখতে পাওয়া গেলেও, টিয়াপাখির ভিডিওই সবচেয়ে বেশি ভাইরাল হতে দেখা যায়। মানুষের স্বর নকল করা এই পাখি বহু পাখিপ্রেমীদের প্রিয়।

সম্প্রতি এই পাখিরই এক ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে (Viral Video) মূলত একটি সাদা টিয়াপাখি (White Parrot) ও একটি সবুজ টিয়াপাখিকে (Green Parrot) ঝগড়া করার দৃশ্যে ব্যস্ত থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান পাখিদুটির নাম যথাক্রমে মিলন (Milon) ও মিঠু (Mithu)।

ভিডিওর শুরুর দিকে দুই পাখিকে কোনো এক জিনিসের উপর বসে প্রথমে স্বাভাবিকভাবে নিজেদের মতো করে ভালোভাবে কথা বলতে দেখা যায়। ভিডিও এগোলে পরে দুইজনকে উচ্চস্বরে ঝগড়া করতে দেখা যায়। পাখিদের মালিক এক পাখিকে আদর করে শান্ত করতে গেলে অপরজন আবার রেগে গিয়ে চঞ্চু দিয়ে ঠোঁকাও মারতে শুরু করে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মিয়ান মিঠু’ (Mian Mithu) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ৫৯ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।