অবিকল মানুষের মতো মালিকের সঙ্গে গল্প করছে খুদে টিয়া পাখি, ভাইরাল ভিডিও

একটি ছোট্ট টিয়া পাখি তাঁর মনিবের সাথে খুনসুটি করতে ব্যস্ত।

সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে এমন একটি মায়ার দুনিয়ায় পরিণত হয়েছে যেখানে কেউ একবার জড়িয়ে গেলে সেই মায়া কাটানো খুবই মুশকিল।‌ এখানে প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন বয়সী মানুষের বিভিন্ন রকমের প্রতিভামূলক ভিডিও। শুধু কি তাই প্রতিভা প্রকাশের দিক থেকে মানুষের পাশাপাশি কোনো অংশে পিছিয়ে নেই বিভিন্ন পশুপাখিরাও। মানুষের পাশাপাশি প্রতিনিয়তই টেক্কা দিয়ে ভাইরাল হচ্ছে বিভিন্ন পশুপাখিদের অদ্ভুত কর্মকাণ্ডের ভিডিওগুলি। আর যা সাইবারবাসীর নজরে আসামাত্রই নিমেষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

যার কারণে নিঃসন্দেহে বলা যায় যে বর্তমানে বিশ্ববাসীর কাছে নিজেকে অন্যভাবে তুলে ধরার একটি বড় মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এমনকি বর্তমান প্রজন্মের মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া প্রায় অচল বললেই চলে। বর্তমানে মানুষের এক মুহূর্তও কাটানো সম্ভব নয় সোশ্যাল মিডিয়া ছাড়া। প্রতিটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এটি। কেউ মনোরঞ্জন উপভোগ করার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছে তো কেউ আবার নিজেদের প্রতিভা প্রকাশ ও রোজগারের জন্য সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে।

গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক মানুষের প্রতিভামূলক ভিডিও থাকলেও একশ্রেণীর মানুষের প্রথম পছন্দের ভিডিও হলো বিভিন্ন পশুপাখিদের কর্মকান্ডের ভিডিও। এমনকি এই ভিডিওগুলোর ভিউজ দেখলে রীতিমতো তাক লাগার জোগাড় হবে আপনারও। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট টিয়া পাখি তাঁর মনিবের সাথে খুনসুটি করতে ব্যস্ত। টিয়া পাখিটি তাঁর মনিবের সমস্ত কথা মন দিয়ে শুনছে ও বোঝার চেষ্টা করছে। এমনকি এর পাশাপাশি তাঁর মনিবের কথামতো কাজও করছে সে।

টিয়াপাখির এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটের দুনিয়ার একটি অন্যতম সেনসেশনাল ভিডিও। যদিও ভিডিওটি বেশ পুরোনো। প্রায় বছর তিনের আগে ‘Kota Bakra’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। যা বর্তমানে দেখে ফেলেছেন প্রায় ২.৬ মিলিয়ন অর্থাৎ প্রায় ২৬ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি ভিডিওটিকে দেখে সেটাতে লাইক করেছেন কেবলমাত্র ২০ হাজারের বেশি মানুষ। এছাড়াও একাধিক মানুষকে বিভিন্ন রকম কমেন্ট করতে দেখা গিয়েছে ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি থেকে জানতে পারা যায় যে সেই টিয়াপাখিটির বয়স ১৭ বছর। যদিও সেদিকে খেয়াল না করেই সবাই মত্ত হয়েছে তাঁর প্রতিভা দেখে।