অর্থনৈতিক সংকট দূর করতে হলুদের সহজ সরল টোটকা

হলুদ হিন্দুধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রেও হলুদের বেশ কয়েকটি টোটকার উল্লেখ করা হয়েছে।

হলুদ হিন্দুধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রেও হলুদের বেশ কয়েকটি টোটকার উল্লেখ করা হয়েছে। এই টোটকাগুলো মেনে চললে বাড়িতে পজেটিভ এনার্জির আগমন ঘটবে এবং বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো হবে।

হলুদের গুরুত্বপূর্ণ টোটকা:

১. জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মানতে হবে হলদির টোটকা। এর জন্য বৃহস্পতিবারে কাঁচা হলুদের মালা বানাতে হবে এবং সেই মালা গণেশ ঠাকুরের কাছে নিবেদন করতে হবে। পথের সমস্ত বাধা দূর হয়ে যাবে।

২. প্রত্যেক বৃহস্পতিবারে একটি লাল কাপড়ে কাঁচা হলুদের টুকরো বেঁধে টাকার জায়গাতে বা আলমারির লকারে রাখতে হবে। এমনটা করলে জীবনে অর্থের আগমন ঘটবে।

৩. এমন অনেক সময় হয় যে, আমাদের অন্যদের কাছ থেকে টাকা পাওয়ার থাকে। কিন্তু অনেকবার চাওয়ার পরেও সেই টাকা পাওয়া যায় না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে হলুদের একটা টোটকার আশ্রয় নিতে হবে। এরজন্য বৃহস্পতিবারে হলুদে কয়েকটা চাল ডুবাতে হবে এবং সেই হলুদে মাখা চালগুলো লাল কাপড়ে বেঁধে নিজের পার্সে রাখতে হবে। এমনটা করলে নিজের না পাওয়া টাকা একটা নির্দিষ্ট সময় পরে পাওয়া যাবে।

৪. এছাড়াও বাড়ির বাইরে পা দেওয়ার আগে আপনি গণেশ ঠাকুরের মূর্তি বা ছবিতে প্রত্যেক বৃহস্পতিবারে হলুদের টিকা দিতে পারেন এবং নিজের কপালেও টিকা লাগাতে পারেন। এমনটা করলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং সেই কাজে উন্নতি দেখা দিবে।

৫. নারায়ণের অন্যতম প্রিয় জিনিস হল হলুদ। আপনি যদি নারায়ণকে খুশি করতে চান, তাহলে আপনাকে বৃহস্পতিবারে কাঁচা হলুদ ও হলুদ ডাল দান করতে হবে। নারায়ণ প্রসন্ন হলে জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে।

৬. কাঁচা হলুদের টুকরো দিয়ে একটি বিশেষ মালা তৈরি করতে হবে। সেই মালায় প্রথমে গঙ্গার জল ছিটাতে হবে এবং পরে বিষ্ণুদেবতার পায়ের তলায় রাখতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটি গলায় পরতে হবে। এটি প্রত্যেক বৃহস্পতিবার করতে হবে। এমনটা করলে জীবনের সংকট দূর হয়ে যাবে।