মন থেকে ভালোবেসে ছিলেন কিন্তু ভেস্তে যায় বিয়ে, ‘চিরকুমার’ রতন টাটার প্রেমকাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে

রতন টাটার বাবার নাম নাভাল টাটা (Naval Tata) ও মায়ের নাম সুনি টাটা (Suni Tata)। তখন তাঁর বয়স ছিল মাত্র ১০ বছর, তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে।

রতন টাটার নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সফলতা ও ব্যক্তিত্বের নিরিখে তাঁর জুড়ি মেলা ভার। তিনি নিজের কাজের অনেকটা অংশ জনহিতকর কাজে দান করেন। রতন টাটার সফল জীবন কাহিনী সম্পর্কে সবাই জানেন, কিন্তু তাঁর অসমাপ্ত প্রেমের কাহিনী সম্পর্কে কজন জানেন? এই প্রতিবেদনে টাটা সন্সের চেয়ারম্যান ও সিইও রতন টাটার সেই অজানা অধ্যায়ই পাঠকদের কাছে তুলে ধরা হল।

রতন টাটার বাবার নাম নাভাল টাটা (Naval Tata) ও মায়ের নাম সুনি টাটা (Suni Tata)। তখন তাঁর বয়স ছিল মাত্র ১০ বছর, তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি তাঁর ঠাকুমা নাভাজিবাই টাটার (Navajibai Tata) কাছে বড়ো হয়ে ওঠেন। স্কুলের গণ্ডি পার করে তিনি আর্কিটেকচার পড়ার উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি দেন। তিনি নিউইয়র্কে অবস্থিত কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অধ্যায় চালু করেন।

এই বিশ্ববিদ্যালয়ে পড়া চলাকালীনই তিনি লস অ্যাঞ্জেলেসের এক সংস্থায় কাজ করতে শুরু করেন। কোম্পানিটিতে চাকরি করতে করতে উপার্জিত অর্থে একটি গাড়িও কেনেন। আমেরিকায় নিজের কর্মজীবনে ব্যস্ততার মাঝে তিনি বেশ খুশি ছিলেন। প্রায় দুই বছরের মতো চাকরি করার মাঝেই তিনি এক মহিলার প্রেমে পড়েছিলেন। এই প্রেম বিয়ের গণ্ডি পর্যন্তও গড়ালেও শেষ পর্যন্ত ভেঙে যায় এবং চিরকুমার থেকে যান রতন টাটা।

কিন্তু ঠিক এমন কী হয়েছিল যে তাঁদের বিয়ের কথায় ইতি পড়ে গেল? জানা যায়, সময়টা ছিল ১৯৬২ সাল। ওই বছরে ভারত ও চীনের যুদ্ধ শুরু হয়। এই সময়েই রতন টাটার ঠাকুমা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় রতন টাটার ভারতে ফিরে আসার সিদ্ধান্তই তাঁদের সম্পর্কে বিচ্ছেদের কারণ হয়ে যায়। দাবি করা হয়েছে, রতন টাটা যে মেয়েটির প্রেমে পড়েছিলেন, তাঁর বাবা নিজ সন্তানকে যুদ্ধের পরিস্থিতিতে ভারতে পাঠাতে চাননি। আর এইভাবেই ভেস্তে যায় রতন টাটার বিয়ে।

রতন টাটার জীবনের এই অজানা অধ্যায় শেয়ার করা হয়েছে ‘হিউম্যানস অফ বম্বে’ (Humans Of Bombay) নামক এক ফেসবুক পেজ থেকে। বহু মানুষ সেই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন এবং অসংখ্য মানুষ সেই পোস্টটি পছন্দ করেছেন।