ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, এইসব জেলাগুলিতে সতর্কতা জারি আবহাওয়া অফিসের

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট বাংলার মানুষ। এই অবস্থাতেই উপহাররূপে মনোরম আবহাওয়া পাওয়ার সম্ভাবনা দেখা দিল বাংলার আকাশে।

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ট বাংলার মানুষ। এই অবস্থাতেই উপহাররূপে মনোরম আবহাওয়া পাওয়ার সম্ভাবনা দেখা দিল বাংলার আকাশে। ভারী বৃষ্টির (৭০-১১০ মিমি) সম্ভাবনা তৈরি হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পঙে। অতিভারী বৃষ্টির (৭০-২০০ মিমি) সম্ভাবনা দেখা দিয়েছে আলিপুরদুয়ারে। এছাড়াও, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। উল্লিখিত তিন জেলাতেই বজ্রপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আবহাওয়া দফতর। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তরভাগের প্রায় সমস্ত জেলাতেই ইয়েলো এলার্ট জারি করা হয়েছে।

আগামী দিনে পা দিতেই বৃষ্টির পরিমাণে বৃদ্ধি দেখা দেবে বলে দাবি করা হয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির হতে পারে বলে খবর। অপরদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বলে দাবি করা হয়েছে। উত্তরের জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা থাকবে বলে জানা গেছে।

কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পরশুদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও দার্জিলিং এই তালিকা থেকে বাদ থাকবে না বলে জানানো হয়েছে। উল্লিখিত ৫ জেলাতেই পরশুদিনে হলুদ সতর্কতা বহাল থাকবে বলে দাবি করা হয়েছে। অন্য দুই দিনের মতোই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে খবর।

১৬ই জুন তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রেখে দার্জিলিং ও কালিম্পঙের মতো দুই পার্বত্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। হলুদ সতর্কতার তালিকায় রয়েছে উল্লিখিত ৫ জেলাই। হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা ও উত্তর দিনাজপুরে।