বাড়িতে জবা ফুলের গাছ লাগালে বদলে যাবে আপনার ভাগ্য, দূর হবে অর্থনৈতিক সংকট
বাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে জবা ফুল।

সবার পছন্দ সমান নয়। এক এক মানুষের এক এক রকমের ফুল পছন্দ। কেউ গোলাপ ফুল ভালোবাসেন, তো কেউ ল্যাভেন্ডার। কেউ জুঁই ফুল ভালোবাসেন, তো কেউ বেলি। এর মধ্যে কিছু কিছু মানুষের আবার জবা ফুল ভালো লাগে। তবে অনেকেই জানে না, জবা ফুল সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে বাস্তু ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তুবিদদের মতে, বাড়ির অর্থনৈতিক সংকট দূর করতে ও বাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে জবা ফুল। এই প্রতিবেদনে জবা ফুলের গাছ লাগানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হল।
■ কী কী করতে হবে?
১. বাড়িতে জবা ফুলের গাছ লাগানোর ব্যাপারে বাস্তুবিদরা কিছু টিপস দিয়েছেন।
২. বাস্তুবিদদের মত অনুযায়ী জবা ফুলের গাছ মূলত বাড়ির ছাদে বা উঠোনে লাগাতে হবে। এমনটা করলে জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটবে।
৩. ভগবান হনুমানের অন্যতম প্রিয় ফুল হল জবা ফুল। জীবনের দিশা পাল্টাতে হলে প্রত্যেক মঙ্গলবারে ও শনিবারে ভগবান হনুমানের চরণে একটি করে লাল রং বিশিষ্ট জবাফুল অর্পণ করতে হবে।
৪. জীবন থেকে অর্থনৈতিকন সংকট দূর করতে চাইলে একটি করে লাল জবা ফুল ব্যবহার করে মা কালীর পুজো করতে হবে।
■ জবা ফুল গাছের যত্ন নেবেন কীভাবে?
১. জীবনের প্রত্যেক মোড়ে পরিবারে ঘনিয়ে থাকা সংকট দূর করার ব্যাপারে জবা ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
২. বাড়িতে জবা ফুলের যত্ন নেওয়ার ও পরিচর্যা করার বিশেষ নিয়ম আছে। বাস্তুশাস্ত্রের সেই নিয়মগুলো অবশ্যই ঠিকভাবে অনুসরণ করতে হয়, তবেই ভালো ফল পাওয়া যাবে।
৩. জবা গাছ কখনও নোংরা বা অপরিষ্কার জায়গায় লাগানো উচিত নয়। আবর্জনাপূর্ণ স্থানে এই গাছ লাগানো অনুচিত বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে।
৪. আপনি চাইলে বাড়িতে শুধুমাত্র জবা গাছই নয়, আরও অন্যান্য গাছও রোপণ করতে পারেন। এই তালিকায় রয়েছে গোলাপ গাছ, তুলসী গাছ ও অ্যালোভেরা গাছের নাম। এই গাছগুলো যেমন রূপচর্চা ও স্বাস্থ্য ভালো রাখার জন্য উপকারী। তেমনই বাস্তু ভালো রাখতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৫. আপনার ফুলগাছ তেমন পছন্দ না হলে পাতাযুক্ত গাছও লাগাতে পারেন। এক্ষেত্রে মানিপ্ল্যান্টের নাম তালিকায় সবার উপরে থাকতে দেখা যায়।
[Disclaimer: এই প্রতিবেদন রচনা করে হয়েছে বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।]