পরম স্নেহে অসুস্থ বাঁদর ছানাকে দুধ খাইয়ে নিজের সন্তানের মতো করে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে বৌদি, ভাইরাল ভিডিও
উক্ত মহিলা বানর ছানাটিকে কখনও নিজের কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন, আবার কখনও নিজের হাতে খাইয়ে দিতে দেখা যায় তাঁকে।

সোশ্যাল মিডিয়া জন্তু জানোয়ারদের ভিডিওতে ভর্তি। এই প্ল্যাটফর্মে সাধারণ মানুষের ভিডিও ছাড়াও জন্তু জানোয়ারদের ভিডিও দেখতে পাওয়া যায়। এই তালিকায় বন্য ও পোষ্য দুই প্রকারেরই থাকে। বহু মানুষ পোষ্য না রাখলেও, তাদের ভিডিও দেখতে ভালোবাসেন। ফলস্বরূপ, ভিডিওগুলো মাঝে মধ্যে দর্শকদের আকর্ষণের কারণ হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। পুরো ভিডিওটি মূলত বানরকে কেন্দ্র করে। এই ভিডিওটিতে বানরটির সঙ্গে এক মহিলাকেও দেখা যায়। উক্ত মহিলা বানর ছানাটিকে কখনও নিজের কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন, আবার কখনও নিজের হাতে খাইয়ে দিতে দেখা যায় তাঁকে। মহিলার প্রত্যেক আচরণে মাতৃস্নেহ ফুটে উঠতে দেখা গেছে। এই দৃশ্যে দেখা যায়, মহিলাটি বালিশ মাথা রেখে শুয়ে আছেন এবং বানরছানাটিকে নিজের বুকের ওপরে শুইয়ে রেখেছেন। বানর ছানাটিও মহিলাটিকে কোনই রকমের আঁচড় না কেটে মহিলার বুকের উপর শুয়ে থাকতে দেখা যায়।
ভিডিওটিতে মা ও সন্তানের এক সুন্দর বন্ধনের দৃশ্য ধরা পড়ে। মহিলাটি বানরটির মুখে চুষি কাঠি ধরিয়ে দিতে বানরছানাটি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। বানর ছানাটি ঘুমিয়ে পড়ার পরে উক্ত মহিলা সেখান থেকে সরে যান এবং একটি ঝুড়ি নিয়ে একদম বানরের সামনে চলে যায়। কিছু বানরকে বসে থাকতে দেখা যায় এবং কিছু বানরকে ব্যালকনিতে খেলতে দেখা যায়। মহিলা খাবার ভর্তি ঝুড়ি বানরদের সামনে নিয়ে যেতেই তাদেরকে সেই খাবার খেতে দেখা যায়।
এই ভিডিও সফলভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। বহু নেটিজেনেরই এই ভিডিওটি ভালো লেগেছে। জানা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান মহিলার নাম হল মোনালিসা। এর আগেও তাঁর নিঃস্বার্থ পশুপ্রেমের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছেন নেটিজেনরা। ভিডিও পোস্ট করা হয়েছে ‘বদ্রি নারায়ণ বদ্র’ (Badri Narayan Badra) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬৫০ অতিক্রম করে ফেলেছে।