Dona Ganguly : সৌরভ পত্নী ডোনার কাছে নাচ শিখতে চান? দক্ষিনার পরিমান জানলে চমকে উঠবেন আপনি

এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের প্রতিষ্ঠান এবং সেখানে ভর্তির প্রক্রিয়া নিয়ে মুখ খোলেন তিনি। ডোনা জানান, দীক্ষামঞ্জরীতে ভর্তি হওয়া এবং নাচ শেখার খরচ মধ্যবিত্তের কথা ভেবেই রাখা হয়েছে।

ভারতে সময়ের সাথে সাথে নৃত্য শিল্পীর আবির্ভাব কম হয়নি। বিড়জু মহারাজ থেকে উদয় শঙ্কর, মমতা শঙ্কর, চন্দ্রশেখর ভোঁজ প্রভৃতি মানুষ আছে যারা এক একজন বিশেষ নৃত্যে চইলেন পারদর্শী। এমন অনেকেই আছেন যারা আন্তর্জাতিক মঞ্চেও দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। আর এ প্রসঙ্গ উঠলে ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাম উঠে আসা অবশ্যম্ভাবী। স্বামী প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হলেও, ডোনার নিজস্ব পরিচয় যথেষ্ট।

পেশাদার ওড়িশি নৃত্যশিল্পী ডোনা। তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে আছে বিদেশেও। নিজস্ব নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন তিনি যার নাম ‘দীক্ষামঞ্জরী’। শুধু বাংলাতেই নয়, সুদূর লন্ডনেও রয়েছে তাঁর শিক্ষার্থীরা। ডোনার মতো দক্ষ এবং খ্যাতনামা একজন ব্যক্তিত্বের কাছে নাচ শেখাতে এবং শিখতে আগ্রহী অনেকেই। কিন্তু দীক্ষামঞ্জরীতে নাচ শেখার জন্য দক্ষিণা কত লাগে তা কি জানেন? যে সে দক্ষিনা নয় বরং বেশ খানিক পকেট হালকা করতে হবে আপনাকে সেই বিদ্যালয় থেকেও নৃত্য প্রশিক্ষন নিতে গেলে।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের প্রতিষ্ঠান এবং সেখানে ভর্তির প্রক্রিয়া নিয়ে মুখ খোলেন তিনি। ডোনা জানান, দীক্ষামঞ্জরীতে ভর্তি হওয়া এবং নাচ শেখার খরচ মধ্যবিত্তের কথা ভেবেই রাখা হয়েছে। এখানে ভর্তি হতে গেলে দিতে হয় ১০০০ টাকা। আর তারপর মাসিক বেতন ৬০০ টাকা করে দিয়ে নাচ শিখতে পারে শিক্ষার্থীরা। ডোনা এও জানান, আগে নাকি পারিশ্রমিক ৬০০ টাকার থেকেও কম ছিল।

কিন্তু এতো কমে কিভাবে নিজের নৃত্য ছড়িয়ে দিচ্ছেন তিনি? ডোনার জবাব স্পষ্ট, তিনি অল্প টাকাই বেতন রাখতে চান। কারণ সকলেই যাতে নির্ধিধায় সেখান থেকে প্রশিক্ষন নিতে পারেন। এখানে রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা। করোনা কালে লকডাউনের সময় থেকে চালু হয়েছিল তবে দূরের মানুষের কথা ভেবে পাকাপাকিভাবে চালু হয়ে গেছে। দীক্ষামঞ্জরীতে ভর্তি হওয়ার জন্য +91-7003667804 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে হবে। তাহলে আর চিন্তা কিসের এবার সহজেই আপনি ডোনা গাঙ্গুলির থেকে নাচের প্রশিক্ষন নিতে পারবেন।