মাটি খুঁড়তেই কিলবিল বেরিয়ে এল অসংখ্য কোবরার বাচ্চা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপেদের মধ্যে একটি অন্যতম সাপ হলো কোবরা (Cobra)। একটি পূর্ণবয়স্ক কোবরা সাপ সাধারণত লম্বায় ১৩ ফুট পর্যন্ত হতে পারে।

সাপ হলো পৃথিবীর এমন একটি প্রাণী যাকে দেখলে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কেউ নিজেকে যতই রাঘব বোয়াল বলে মনে করুক না কেন সাপ সামনে এসে পরলে তাঁর মনে একটু হলেও ভীতের সঞ্চার হবেই। কারণ সাপ, এই নামটার মধ্যেই মিশে রয়েছে একটা আতঙ্ক। বাস্তবে সাপ দেখলে প্রতিটি মানুষ ভয় পেলেও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া সাপেদের ভিডিওগুলোকে বেশ আনন্দের সহিত উপভোগ করেন প্রতিটি মানুষ। যার কারণে এই সমস্ত ভিডিও জনপ্রিয়তা পেতে বেশি একটা সময় লাগে না।

এমনকি একশ্রেণীর মানুষের প্রথম পছন্দ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এধরনের সাপের ভিডিওগুলো। সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যাবে সেখানে বহু সাপের ভিডিও রয়েছে। এই প্রাণীটি দেখতে নিরীহ হলেও আসলে একেবারেই তা নয়। কথাতেই রয়েছে যে ‘সাপের এক ছোবলেই ছবি’। তাই বিষধর না হলেও সাপেদের থেকে প্রতিটি মানুষই দূরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। আর যা দেখে রীতিমত ভয়ে শিহরিত সমস্ত নেট নাগরিক।

আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপেদের মধ্যে একটি অন্যতম সাপ হলো কোবরা (Cobra)। একটি পূর্ণবয়স্ক কোবরা সাপ সাধারণত লম্বায় ১৩ ফুট পর্যন্ত হতে পারে। ইংরেজিতে একে কোবরা সাপ বললেও গ্রামবাংলায় থেকে ‘গোখরো’ বা ‘পদ্মগোখরো’ বলেও ডাকা হয়। এই সাপের দংশনের পর যদি তৎক্ষণাৎ চিকিৎসা না করা হয় তাহলে সেই ব্যক্তিকে বাঁচানো প্রায় অসম্ভব। প্রতিবছর এই সাপের দংশনের ফলে প্রায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। দংশনের সময় এই সাপ প্রায় ২৫০ মিলিগ্রাম বিষ ঢেলে দেয়। যা যেকোনো প্রাণীকে মৃত্যুর কোলে ঠেলে দিতে যথেষ্ট।

সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিওটিতে দেখা গেছে, একটি বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে এই প্রজাতির সাপ। তবে কেবলমাত্র একটি সাপ নয় সেই বাড়িটি থেকে উদ্ধার হয়েছে একাধিক সাপের বাচ্চা। ভিডিওটির শুরুতে বলা হয়, সাপেদের আওয়াজে নাকি থাকতে পারছিল না সেই বাড়ির মানুষজন। তারপর সেখানে এক প্রশিক্ষণপ্রাপ্ত সাপ ধরা ব্যক্তিকে ডেকে আনা হলে তিনি একটি মাটির ঘর থেকে খুড়ে বের করেন একাধিক সাপের বাচ্চা সহ 27 টি সাপের ডিম। তবে সেই সাপগুলোর মাকে পাওয়া যায়নি। এরপর ওই সাপ ধরা ব্যক্তি সেখান থেকে সমস্ত সাপেদের বাচ্চাগুলোকে একটি ব্যাগে পুরে নিয়ে চলে যায়। তারপর সেগুলোকে একটি জঙ্গলে ছেড়ে দেন।