বিশালাকার পাইথনকে নিমেষের মধ্যে গিলে খেলো আস্ত একটি কালো রঙের সাপ! ভাইরাল ভিডিও

একটি সাপ অপর সাপকে ধীরে ধীরে খেয়ে ফেলেছে। দুটি সাপের মধ্যে একটি হল পাইথন সাপ এবং অপরটি হল কালো রঙের ইন্ডিগো সাপ।

সোশ্যাল মিডিয়ায় সাপেদের নানান রকমের ভিডিও ভাইরাল হয়। কোনো কোনো ভিডিওতে দুই সাপকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা যায়। এই ঘটনা সাপের শঙ্খ লাগা নামেও পরিচিত। সচরাচর এই দৃশ্য দেখতে পাওয়া যায় না। শহরাঞ্চলে তো একদমই দেখা যায় না, তবে গ্রামগঞ্জে আজকাল এখনও এই দৃশ্যের সাক্ষী হওয়া সুযোগ পাওয়া যায়। এইসবের মাঝেই কিছু ভিডিওতে আবার সাপেদেরকে শিকারের কাজেও ব্যস্ত থাকতে দেখা যায়।

এক্ষেত্রে ব্যাঙ সহ বিভিন্ন প্রাণীদের সাপের খাদ্যবস্তুতে পরিণত হতে দেখা যায়। তবে একটি সাপ অপর সাপকে ভক্ষণ করার চেষ্টা করছে বা করে ফেলেছে, এই দৃশ্য সহজে কোনোভাবেই দেখা যায় না। আবার এই সাপ যদি পাইথন হয়, তাহলে তো কোনো কথাই নেই। পাইথন সাপের লড়াইয়ের দৃশ্য বেশ বিরল। খালি চোখে দেখা যায় না। তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় সাপের বিভিন্ন ধরণের ভিডিও পোস্ট হওয়ার দৌলতে বহু হাড়হিম করা দৃশ্যের সাক্ষী হওয়া সম্ভব হয়েছে।

সম্প্রতি সাপের একটি ভিডিও ভাইরাল (Snake Viral Video) হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় একটি সাপ অপর সাপকে ধীরে ধীরে খেয়ে ফেলেছে। দুটি সাপের মধ্যে একটি হল পাইথন সাপ এবং অপরটি হল কালো রঙের ইন্ডিগো সাপ। সাধারণত পাইথন সাপের নাম শুনলেই সাধারণ মানুষের মনে আতঙ্কের সঞ্চার ঘটে। তবে সম্প্রতি এই পাইথন সাপকেই টেক্কা দিল কালো ইন্ডিগো সাপ। পাইথনের মাথায় আক্রমণ করে পুরো পেঁচিয়ে ধরে ইন্ডিগো সাপটি। পাইথন সাপটি যদিও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। অবশেষে ইন্ডিগো সাপটি পাইথনকে গিলে ফেলে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘অজাত্ৰ’ (Ojatro) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভিউয়ার্সের সংখ্যা ১.২৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৮২ হাজার অতিক্রম করে ফেলেছে।