Icche Putul: নীলকে ভুলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মেঘ! স্বামী কে? প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

ময়ূরীর সাথে নীলের বিয়ে হলে মেঘের জীবন কোন খাতে বইবে? তবে সূত্রের খবর এবারও নাকি নীলের সাথে বিয়ে হবে না ময়ূরীর। তাহলে আবারো কি ময়ূরী লগ্ন ভ্রষ্টা হবে? কিন্তু এবার লগ্নভ্রষ্টা হতে হবে না ময়ূরীকে আর সেই টুইস্ট ও লুকিয়ে আছে ধারাবাহিকের পর্বে।

Icche Putul: নীলের সাথে ডিভোর্স হয়ে গেছে মেঘের। তাহলে কী এবার সত্যিই জিষ্ণুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে মেঘের? আপাতত ‘ইচ্ছে পুতুল’ দর্শকদের এই ধরণের প্রশ্নের উত্তর ঘুর পাক খাচ্ছে সম্পূর্ণ সময়ে। সম্প্রতি নীল, ময়ূরী অর্থাৎ মেঘের দিদিকে আবার বিয়ে করবে বলে জানিয়েছেন। আর সেই কারণেই গাঙ্গুলী বাড়িতে পর পর কার্যত বিয়ের মরসুম লেগে আছে। সবেমাত্র গিনির সাথে রূপের বিয়ে হয়েছে। বাড়ি থেকে কনে বিদেয় হতেই, নীলের মা তার সাথে ময়ূরীর বিয়ে নিয়ে এগোতে চাইছে। মেঘকে একেবারেই মুছে দিতে চায় বাড়ি থেকে। সেই মতো তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে ময়ূরীও নীলের কাছাকাছি ঘুরছে।

Icche Putul

গিনির বিয়ের সমস্ত কাজের দায়িত্ব ময়ূরীকেই দিয়েছিল। যদিও সবটাই নীল মেঘকে দেখানোর জন্য করছে। আদৌও কি এই সম্পর্ক সুখের হবে? সেটা অবশ্য সময়ই বলবে। ময়ূরীর সাথে নীলের বিয়ে হলে মেঘের জীবন কোন খাতে বইবে? তবে সূত্রের খবর এবারও নাকি নীলের সাথে বিয়ে হবে না ময়ূরীর। তাহলে আবারো কি ময়ূরী লগ্ন ভ্রষ্টা হবে? কিন্তু এবার লগ্নভ্রষ্টা হতে হবে না ময়ূরীকে আর সেই টুইস্ট ও লুকিয়ে আছে ধারাবাহিকের পর্বে।

Icche Putul:

Icche Putul

আগামী পর্বগুলোতে এমনই জমজমাট এপিসোড দেখা যাচ্ছে। ময়ূরী কণের বেশে মন্ডপে বসে থাকবে। বিয়ে হবার কথা নীলের সাথে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীল গিয়ে আবারো মেঘের হাত ধরবে, ক্ষমা চাইবে ও সম্পর্ক ঠিক করার কথা বলবে। আরও ধোঁয়াশা তৈরী হয়েছে যেখানে সব জল্পনা কল্পনার মাঝে মেঘ তথা অভিনেত্রী তিতিক্ষা দাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও দেখে সকলের ঘুম ভাঙল। কারণ সম্প্রতি দেখা গেল মেঘ কনের সাজে সেজে রিলস ভিডিও করছেন। এই দেখেই সকলের অনুমান মেঘের সাথে নীলের বিয়ে হবে, আর নয়তো নীল ময়ূরীকে বিয়ে করবে আর মেঘ জিষ্ণুকে। আর তাই জন্যই বিয়ের সাজে সেজে রয়েছেন মেঘ।

Icche Putul Viral Video:

 

View this post on Instagram

 

A post shared by Mua Sanak Dutta (@mua_sanak_dutta)

আসলে ঠিক তা নয়, এটা একটা মেকআপ এর ফটোশ্যুট। আর সেখানেই মেঘকে সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেকেই তার এই লুকে ঘায়েল হয়েছেন। উল্লেখ্য, প্রথম দশে নেই ইচ্ছে পুতুল ধারাবাহিক। অনেক দিন হলো নিজের জায়গা হারিয়ে ফেলেছে। তবে আবারো একবার কার্যত নিজেদের জ্বালিয়ে উঠতে দেখা যাচ্ছে নির্মাতাদের। বরং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বিভিন্ন ধরণের প্রমো। জানতে হলে প্রতিদিন দেখুন সেই ভিডিও গুলি।

আরও পড়ুন: পুজোর আগেই আলাদা টলি পাড়ার এই পাঁচ পাওয়ার কাপল, চেনেন তাঁদের?