Icche putul : রূপের আসল চরিত্র দেখে আত্মহত্যা করতে গেল গিনি! জীবন ফেরালো মেঘ, প্রকাশ্য ইচ্ছে পুতুলের দুর্ধর্ষ পর্ব

প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে রূপের ব্যাপারে সব সত্যি জেনে গিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় গিনি।

বর্তমানে জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Icche Putul)। সম্প্রচারের প্রথম দিকে কটাক্ষের শিকার হলেও ইদানিং সেসব অতীত। টিআরপি তালিকায় ছক্কা হাঁকাতে গল্পে একের পর এক টুইস্ট আনছেন নির্মাতা। দর্শকের মনে পাকাপাকি স্থান অর্জন করেছে এই ধারাবাহিক। কার্যত প্রতিদিনের এপিসোডে থাকছে চমক। সবেমাত্র গিনির সাথে রূপের বিয়ে হয়েছে। বাড়ি থেকে গিনি শশুর বাড়িটির গিয়েই নিজের জীবন হয়ে উঠেছে অতিষ্ট।

গিনি বুঝতে পেরেছে ময়ূরীর বলা প্রত্যেকটা কথাই মিথ্যে ছিল। বরং মেঘ যা বলেছিল সেগুলোই সত্যি। রূপ মোটেই ভালো ছেলে নয়। শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই রূপে একটার পর একটা মেয়ে নিয়ে বাড়িতে ফুর্তি করে। মেঘ বারংবার গিনিকে বারণ করেছিল রূপকে বিয়ে না করতে। তবে সে মেঘের কথা পাত্তা দেয়নি। গাঙ্গুলী পরিবারের সকলের সামনে কী তবে খুলে যাবে রূপের আসল রূপ?

Icche Putul

এইসবের মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন নয়া পর্ব, যেখানে দেখা যাবে রূপের ব্যাপারে সব সত্যি জেনে গিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় গিনি। কিন্তু শেষমেশ তাকে বাঁচায় মেঘ। সে গিনিকে জানায় শাস্তি পাওয়ার হলে রূপ এবং তার সহযোগীরা পাবে। গিনি কিছুক্ষন চুপ থাকার পর মেঘকে জড়িয়ে কেঁদে ফেলে। গিনির মুখ থেকে বলতে শোনা যায়, ‘বৌদি তুমিই ঠিক ছিল, আমি ইগো আর জেদের কারণে এই শাস্তি পাচ্ছি, এর পিছনে ময়ূরীদিরও হাত আছে’।

দুর্ধর্ষ এই পর্ব দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে প্রতিদিনের এপিসোডে। অন্যদিকে মেঘ ও ময়ূরীর মধ্যে গিনির বিয়ে নিয়ে ব্যাপক ঝামেলা চলছে। কারণ নীলের সামনে, ময়ূরীর সব কুকর্ম ফাঁস করে দেবে মেঘ এমন ধমকিও দেয়। তাজলে যে আবারো নীল তাঁর থেকে দূরে চলে যাবে তা বুঝতে অসুবিধা হয় না।কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল।