Icche Putul: বিয়ে করতে না এসে বিদেশে পালিয়ে গেল গিনির হবু বর রূপ, কি হবে এবার গাঙ্গুলি পরিবারে? ফাঁস দুর্ধর্ষ পর্ব

নীল ও মেঘের সম্পর্ক আগেই ভেঙে গেছে আপনারা দেখেছেন। ক্রমাগত ময়ূরীর বদলার আগুনে পুড়েছে তাদের বৈবাহিক সম্পর্ক।

Icche Putul: নীল ও মেঘের সম্পর্ক আগেই ভেঙে গেছে আপনারা দেখেছেন। ক্রমাগত ময়ূরীর বদলার আগুনে পুড়েছে তাদের বৈবাহিক সম্পর্ক। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। প্রতিটি বাঙালি সিরিয়াল প্রেমীদের ড্রয়িং রুমে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে এই মেগা। সম্প্রতি নীল, ময়ূরী অর্থাৎ মেঘের দিদিকে আবার বিয়ে করবে বলে জানিয়েছেন। তবে শেষ মুহূর্তে কিন্তু বিয়ে করেনি নীল।

Icche Putul :

Icche Putul

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেল, বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে মেতে উঠেছেন গাঙ্গুলী পরিবার। অনেক দিন পরে আবারো সেই বাড়িতে খুশি ফিরে এসেছে। বিয়ের পিঁড়িতে বসার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছেন গিনি। কিন্তু বরযাত্রী আর এসে পৌঁছালো না। বরং একাই হাজির হলেন রুপের বাবা। গাঙ্গুলী পরিবারে এসেই সে জানায়, তাঁকে ক্ষমা করে দিতে। কারণ তার ছেলে গিনিকে বিয়ে করার আগেই পালিয়ে গিয়েছে।

এখানে পড়ুন: ক্যামেরার সামনে খুলে ফেললেন শাড়ি! হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘ইচ্ছে পুতুলের’র নায়িকা

তবে হবু শ্বশুরের মুখে এমন কথা শুনে অজ্ঞান হয়ে গিয়েছেন গিনি। সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা চালাতে থাকে। পরে গিনির জ্ঞান ফিরে আসে ও তিনি কান্নায় ভেঙে পরে। যদিও চ্যানেল কতৃপক্ষ থেকে এটা কিছু বলা হয়নি। নীল ময়ূরীর সঙ্গে যে কাজ করেছে এবার সেই প্রতিশোধ নেওয়ার জন্য গিনির সঙ্গে এমন নোংরা কাজ করলেন তিনি।

Icche Putul Viral Video:

এর আগে ধারাবাহিকে দেখা গেছে, ময়ূরী কণের বেশে মন্ডপে বসে থাকবে। বিয়ে হবার কথা নীলের সাথে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নীল গিয়ে আবারো মেঘের হাত ধরবে, ক্ষমা চাইবে ও সম্পর্ক ঠিক করার কথা বলবে। আর এসব ঘটনা হবার পরেই মেঘের অনুরোধে এবার ময়ূরীর সিঁথি রাঙিয়ে দেবে তার নতুন বন্ধু জিষ্ণু। কিন্তু জিষ্ণুকে কতটা মেনে নেবে ময়ূরী? জমজমাট এই পর্বগুলি মিস করবেন ইচ্ছে পুতুলের মাধ্যমে।

Icche Putul: