Icche Putul: উল্টে গেল ময়ূরীর চাল! গিনির মুখ থেকে আসল সত্যি জেনে ময়ূরীর সামনেই মেঘকে কাছে টেনে নিল নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব
ময়ূরীর সামনেই মেঘকে নীল জড়িয়ে ধরলে তা মেনে নিতে পারেনা ময়ূরী। তাহলে কি আবারো নীল ও ময়ূরীর বিয়ে ভেঙে গেল?

Icche Putul: নীল ও নিজের ছোট বোন মেঘের সম্পর্ক বারংবার ভেঙেছে দিদি ময়ূরী। শুধু তাই নয় গিনিকে ভুল বুঝিয়ে বিয়ে দিয়েছে রূপের সাথে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) মূলত দিদি ও বোনের জীবন কাহিনী নিয়েই তৈরী হয়েছে। সবেমাত্র গিনির সাথে রূপের বিয়ে হয়েছে। বাড়ি থেকে কনে বিদেয় হতেই গিনি রূপের বাড়িতে গিয়ে কেমন সন্দেহের বশে রয়েছে। এদিকে রূপ বিয়ের পরদিন সকালেই বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। রাতে গিনি বেশ কয়েকবার ফোন করলেও তার ফোন তোলে না এমনকি শালিনী দেবী জানায় গিনি যেন রূপের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করে।
Icche Putul:
ভাত কাপড় অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বাড়িতে ফেরে রূপ। সকলের সামনে রূপ জানায় তার বাবা তাকে জোর করেছিল বলেই সে বিয়ে করেছে। ইতিমধ্যে পাড়া প্রতিবেশীর কথায় রূপের আসল চরিত্র জানতে পেরে গিয়েছে গিনি। সে যে ভালো ছেলে না এইবার গিনি স্পষ্ট বুঝতে পেরেছে সেটা। অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য রূপকে জোর করলেও অগত্যা একা একাই গাঙ্গুলী বাড়িতে পৌঁছে যায় গিনি। বাড়ির সকলে তাকে দেখে চমকে গেলে সবাইকে রূপের ব্যাপারে সব সত্যি বলে দেয় গিনি। ব্যাস সাথেই ময়ূরীর সত্যি সকলের সামনে চলে আসে।
এরপরই নীল নিজের ভুল বুঝতে পেরে মেঘকে কাছে টেনে নিতে চায়। মেঘও ক্ষমা করে নীলকে। ময়ূরীর সামনেই মেঘকে নীল জড়িয়ে ধরলে তা মেনে নিতে পারেনা ময়ূরী। তাহলে কি আবারো নীল ও ময়ূরীর বিয়ে ভেঙে গেল? সে যে রূপের এবং তার বাড়ির ব্যাপারে সমস্ত মিথ্যা কথা বলেছিল তা ইতিমধ্যেই তারা জানতে পেরেছে। তাই এইবার ময়ূরীর শাস্তি পাওয়ার পালা। যা শুনে ভয় পায় ময়ূরী। যদি এমন ভাবে গিনির দ্বারাই সবটা সামনে আসে এবং ময়ূরীর পর্দা ফাঁস হয়ে যায় বরাবরের মতো তবে কেমন লাগবে দর্শকদের?
আগামী পর্বগুলোতে এমনই জমজমাট এপিসোড দেখা যাচ্ছে। দীর্ঘ দিন টিআরপি তালিকার বাইরে থাকলেও দুর্ধর্ষ জি বাংলার (Zee Bangla) বহুল চর্চিত এই মেগা। ইচ্ছে পুতুল (Icche Putul)। বর্তমানে বেশ জমে উঠেছে প্রতিটি পর্বে। দর্শকদের মন জয় করতে নির্মাতা রাখছেন একের পর এক টুইস্ট।