দেশে কোনও নারীর নামে প্রথম রেল স্টেশন, পুরোটা জানলে গর্বিত হবেন বাঙালিরা
একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো বেলানগর। আর এই স্টেশনটির নামকরণ করা হয় একজন মহীয়সী বাঙালি নারীর নামে।

ভারতের বহু স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের নামে নামাঙ্কিত করা হয়েছে একাধিক রেলস্টেশনের নাম। এমনকি বিমানবন্দর থেকে শুরু করে স্টেডিয়াম, রাস্তা ও জলবন্দর সবেতেই জড়িয়ে রয়েছে একাধিক স্বাধীনতা সংগ্রামীদের নাম। তবে জানেন কি ভারতবর্ষের এমন একটি রেলস্টেশন রয়েছে যার নামকরণ করা হয়েছে প্রথম কোনো মহিলার নামে। এমনকি সেই রেলস্টেশনটি রয়েছে বাংলাতেই। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো বেলানগর। আর এই স্টেশনটির নামকরণ করা হয় একজন মহীয়সী বাঙালি নারীর নামে।
যিনি আর কেউ নন তিনি হলেন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। এছাড়াও আরো একটি পরিচয় রয়েছে তাঁর। বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী তথা অমিত মিত্রের মা হলেন বেলা মিত্র। যিনি ছিলেন বাংলার একজন অগ্নিকন্যা। দেশকে স্বাধীন করতে তাঁর ভূমিকা আজও ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। তবে অনেকেই বাংলার এই অগ্নিকন্যা সম্পর্কে জানেন না।
সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি ছিলেন বেলা মিত্র। যিনি ১৯২০ সালে ভাগলপুরের মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা সুরেশচন্দ্র বসুর ছোট মেয়ে বেলা বসুর পিত্রালয় ছিল ২৪ পরগণার কোদালিয়া গ্রামে। এরপর ১৯৩৬ সালে যশোরের হরিদাস মিত্রের সাথে বিয়ে হয় বেলা বসুর। বেলাদেবী ১৯৪০ সালে তার শ্বশুরবাড়ি থেকে গড়ে তোলেন একটি মহিলা সমিতি। নেতাজি যখন কংগ্রেস থেকে বেরিয়ে আপস-বিরোধী সম্মেলনের ডাক দেন তখন মহিলা শাখার কামান্ডারের দায়িত্ব পালন করেন বেলা বসু। এছাড়াও নেতাজির আন্তর্জাতিক ভ্রমণে বহুবার বহুভাবে সাহায্য করেন বেলাদেবী।
অস্ত্রশস্ত্র থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজের সিপাহীদের নিরাপদ আস্থানার ব্যবস্থা করে দেন তিনি ও তাঁর স্বামী হরিদাস মিত্র। এমনকি যার জন্য এক সময় বেলা দেবীকে নিজের সমস্ত গয়নাও বিক্রি করে দিতে হয়েছিল। এছাড়াও ভারতের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বেলা দেবী। তবে আজীবন পর্দার আড়ালে থেকে কাজ করেছেন দেশের জন্য। তাই বাংলার এই অগ্নিকন্যাকে সম্মান জানাতে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে তাঁর স্থাপিত অভয়নগর উদ্বাস্ত কলোনির কাছেই একটি রেল স্টেশন স্থাপন করে ভারতীয় রেল। যার নাম রাখা হয় বেলানগর। আর ভারতীয় ইতিহাসে এটিই হলো প্রথম রেল স্টেশন যার নামকরণ করা হয় একজন মহিলার নামে।