মাত্র ৫০ টাকা করে জমিয়েই পাবেন প্রায় ৫ লক্ষ টাকা, মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত স্কিম নিয়ে এলো পোস্ট অফিস
পোস্ট অফিসের তরফে নিরাপত্তা সহকারে টাকা জমা করার নানান ধরণের স্কিম লঞ্চ করা হয়। একাধিক স্কিমের মধ্যে একটি দুর্দান্ত স্কিম হল পিপিএফ স্কিম (PPF Scheme)।

পোস্ট অফিসের তরফে নিরাপত্তা সহকারে টাকা জমা করার নানান ধরণের স্কিম লঞ্চ করা হয়। একাধিক স্কিমের মধ্যে একটি দুর্দান্ত স্কিম হল পিপিএফ স্কিম (PPF Scheme)। এই স্কিমের অধীনে মাত্র ৫০ টাকা করে জমা করলেও লাখপতি হতে পারে বিনিয়োগকারী। কীভাবে? নিম্নে বিস্তারে আলোচনা করা হল।
■ প্রতিদিন ৫০ টাকা করে জমা করলে কত টাকা পাওয়া যাবে?
মনে করা যাক, কোনো এক সাধারণ ব্যক্তি নিজের সংসার খরচ থেকে কোনো রকমে ৫০ টাকা করে বাঁচিয়ে তা পিপিএফ-এ জমা করার জন্য সঞ্চয় করছেন। এক্ষেত্রে এক মাস অর্থাৎ ৩০ দিনের মাথায় সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ১৫০০ টাকা। এইভাবে সংশ্লিষ্ট ব্যক্তি এক বছর অর্থাৎ ৩৬৫ দিন ৫০ টাকা জমা করলে মোট জমা হবে ১৮ হাজার ২৫০ টাকা।
না থেমে ১৫ বছর ধরে জমা করতে পারলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকা। এই স্কিমে ৭.১% সুদের হারে বিনিয়োগের দৌলতে প্রাপ্ত সুদাসলের পরিমাণ দাঁড়াবে ৪ লক্ষ ৯৪ হাজার ৯৬৫ টাকা। এই স্কিমের দৌলতে প্রাপ্য মোট সুদের পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ২১ হাজার ২১৫ টাকা।
■ একনজরে বিনিয়োগ ও প্রাপ্য টাকার হিসাব:
● প্রতিদিন: ৫০ টাকা।
● মাসিক: ১৫০০ টাকা।
● বার্ষিক: ১৮ হাজার ২৫০ টাকা।
● মেয়াদ: ১৫ বছর।
● সর্বমোট বিনিয়োগের পরিমাণ: ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকা।
● ম্যাচিওর্ড টাকার পরিমাণ: ৪ লক্ষ ৯৪ হাজার ৯৬৫ টাকা।
● মোট সুদের পরিমাণ: ২ লক্ষ ২১ হাজার ২১৫ টাকা।
কেউ যদি প্রত্যেকদিন ১০০ টাকা করে জমা করেন। তাহলে ১ মাসের মাথায় জমা পড়বে মোট ৩ হাজার টাকা। এইভাবে ৩৬৫ দিনে সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার ৫০০ টাকা। একটানা ১৫ বছর টাকা জমা করলে ৫ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা। মোট সুদাসলের পরিমাণ ৯ লক্ষ ৮৯ হাজার ৯৩১ টাকা। পনেরো বছরের মাথায় সুদ পাওয়া যাবে ৪ লক্ষ ৪২ হাজার ৪৩১ টাকা।
● প্রতিদিন: ১০০ টাকা।
● মাসিক: ৩ হাজার টাকা।
● বার্ষিক: ৩৬ হাজার ৫০০ টাকা।
● মেয়াদ: ১৫ বছর।
● সর্বমোট বিনিয়োগের পরিমাণ: ৫ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।
● ম্যাচিওর্ড টাকার পরিমাণ: ৯ লক্ষ ৮৯ হাজার ৯৩১ টাকা।
● মোট সুদের পরিমাণ: ৪ লক্ষ ৪২ হাজার ৪৩১ টাকা।
মেয়াদ ১৫ বছর শুনে প্রথমে আপনার মনে এই স্কিম সম্পর্কে প্রশ্ন উঠতেই পারে। তবে এতে ধৈর্য ধরে টাকা জমা করতে পারলে মাত্র ৫০-১০০ টাকা জমা করার মাধ্যমেই আপনি লাখপতি হয়ে যেতে পারেন।