ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও মিলবে কনফার্ম টিকিট! কিভাবে জানুন পদ্ধতি

ট্রেনের টিকিট ট্রেন ছাড়ার মাত্র ১০ মিনিট আগেও কর্নফার্ম করা যাবে। কীভাবে করবেন? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

সারা ভারত জুড়ে রক্তজালিকার মতো ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থা ছাড়া সাধারণ মানুষের যাতায়াত থমকে যাওয়ার মতো। যাত্রী পরিবহণকেই মূল লক্ষ্য করে এগিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। তবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে বিলাসবহুল ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে রেলে। নানানভাবে ভারতীয় রেলের অধীনে যাত্রা করা যায়।

সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট নিয়ে ট্রেনে যাত্রা করার অপশন থাকে। দেশের দরিদ্র শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত ব্যক্তিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী টিকিট কিনে ভারতীয় রেল পরিষেবা ব্যবহার করেন। বহু মানুষকেই সংরক্ষিত টিকিট নিয়ে অর্থাৎ রিজার্ভেশন করে রেল যাত্রা করতে দেখা যায়। এই রিজার্ভেশন করা নিয়েও অনেক ঝামেলা পোহাতে হয় যাত্রীদের।

নিজের ইচ্ছে মতো সময়ে সর্বদাই রেলের টিকিট কনফার্ম করা যায় না। সর্বদাই উপলব্ধ থাকে না এই সুবিধা। এবার রেল যাত্রীদের সুবিধার কথা ভেবেই নয়া পরিষেবার কথা ঘোষণা করা হল ভারতীয় রেলের তরফে। এবার থেকে ট্রেনের টিকিট ট্রেন ছাড়ার মাত্র ১০ মিনিট আগেও কর্নফার্ম করা যাবে। কীভাবে করবেন? জানতে হলে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে টিকিট কনফার্ম করার প্রক্রিয়া:

১. প্রথমে যাত্রীকে আইআরসিটিসি (IRCTC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. উক্ত ওয়েবসাইটে গিয়ে বুকিং উইন্ডোতে যেতে হবে।
৩. সেখানে ভ্যাকেন্সি অথবা চ্যাটের অপশন পাওয়া যাবে। এই অপশন থেকেই খালি সিট সংক্রান্ত তথ্য জানতে পারা যাবে।
৪. কোনো যাত্রী ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কোণে টিকিট বুকিং ক্যানসেল করে থাকলে সেটি ওই ভ্যাকেন্সি তালিকায় দেখা যাবে।
৫. এইবার ভ্যাকেন্সি চার্টে থাকা সিটগুলো আপনার জন্য উপযুক্ত কিনা, তা যাচাই করে নিলেই শেষ মুহূর্তেও আপনি টিকিট কনফার্ম করতে পারবেন।