Jagadhatri: লাল টপের ফাঁকে দৃশ্যমান সুগভীর নাভি, ‘জগদ্ধাত্রী’র এই রূপ দেখে ঘাম ছুটছে ভক্তদের!

অঙ্কিতা মল্লিকের যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে তাঁকে দেখা গেল লাল ক্রপ টপ এবং ডেনিমে। প্রিয় অভিনেত্রীকে দেখে মন ভরে গিয়েছে দর্শকদের

Jagaddhatri: প্রথম ধারাবাহিকই ১০/১০ হাসিল করেছেন জ্যাশ অর্থাৎ জগদ্ধাত্রী। অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের (Ankita Mallick) প্রশংসায় সকলেই মজেছেন। তবে অঙ্কিতা অভিনেত্রী হবার থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক এক্টিভ। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে জোরদার টক্কর চলছে জি বাংলার চর্চিত সিরিয়াল ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। আবারো অভিনেত্রীর নতুন লুক দেখে গলে যেতে বাধ্য হলেন নেটিজেনরা।

Jagaddhatri:

Jagadhatri

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা মল্লিকের যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে তাঁকে দেখা গেল লাল ক্রপ টপ এবং ডেনিমে। প্রিয় অভিনেত্রীকে দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। চোখে রোদ চশমা, মাথায় বাঁধা সাধারণ খোপা, মেকআপ করেছে ন্যুড। তাঁর এই হট অ্যান্ড সুইট লুক দেখে প্রেমের প্রস্তাব দিয়েছেন ভক্তরা। এক কথায় তার এক্সপ্রেশন ছিল দুর্দান্ত। সাথেই টপটির পেটের কাছে তোলা ছিল তাই সেখানে অঙ্কিতার সুগভীর নাভি দেখে ভক্তদের ঘাম ঝরেছে।

Jagadhatri

লাইক ও ভিউজ নিয়ে ভিডিওর সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। তবে কমেন্ট বক্সে বইতে শুরু করেছে একের পর এক কমেন্ট। কেউ দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি তো কেউ আবার সরাসরি লিখে দিলেন, ‘উফ কি দারুন লাগছে’। বলা ভালো, এই পোষ্টের কমেন্ট বক্স ভরেছে ভক্তদের ভালোবাসায়। তবে কেবলমাত্র ওয়েস্টার্ন পোশাকে নয়, শাড়ি পরেও বারবার তিনি নজর কেড়েছেন ভক্তদের। কখনো তাঁকে দেখা যায় শর্ট ড্রেসে তো কখনো আবার শাড়িতে। দিন কয়েক আগেই সাদা শাড়িতে ঝড় তুলেছিল অঙ্কিতা।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Mallick (@_ankita_mallick_)

অঙ্কিতার ব্যক্তিগত জীবনও বেশ মুচমুচে তার সোশ্যাল মিডিয়ার মতোই। ইন্ডাস্ট্রির কানাঘুসো খবর জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায়ের (Soumyadeep Mukherjee) সাথে সম্পর্কে আছেন অঙ্কিতা। হ্যাঁ টেলি ইন্ডাস্ট্রির বর্তমান হট টপিক শুটিং ফ্লোরের বাইরেও জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ দুজনকে ডেট করছেন। সৌম্যর জন্মদিনে নিজে হাতে কেক খাইয়ে দিতে দেখা যাচ্ছিলো তাঁকে। তবে এখনই যে দুজনে এই নিয়ে কিছু বলতে চান না তা স্পষ্ট ধরা পরে তাদের কর্মকান্ডে।