দুধসাদা শাড়িতে উন্মুক্ত কোমর, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘জগদ্ধাত্রী’র নায়িকা
অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অর্থাৎ সকলেই যাঁকে জগদ্ধাত্রী হিসেবে চেনেন তিনি সম্প্রতি শাড়ি পরে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছিলেন।

প্রথম ধারাবাহিকই ১০/১০ হাসিল করেছেন জ্যাশ অর্থাৎ জগদ্ধাত্রী। অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অর্থাৎ সকলেই যাঁকে জগদ্ধাত্রী হিসেবে চেনেন তিনি সম্প্রতি শাড়ি পরে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছিলেন, আর তাতেই তাঁর প্রেমে মশগুল ভক্তদের একাংশ। ধারাবাহিকে এক কঠোর পুলিশ অফিসার কিংবা বাড়ির বউ দুয়ের ভূমিকায় সমান তালে দেখা যাচ্ছে। আর জীবনের প্রথমে কাজেই যে এতো পরিণত অভিনয় অঙ্কিতার তার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
তবে কেবল পর্দা নয় তার বাইরেও তিনি সমান ভাবে ভক্তদের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ এক্টিভ তিনি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই তিনি সম্প্রতি একটি অফ হোয়াইট রঙের শাড়ি পরে ধরা দিলেন। অফ হোয়াইট শাড়ি এবং ম্যাচিং ডিপ কাট ব্লাউজে ধরা দিয়েছেন। ফটোতে রয়েছে এক সে এক বিভিন্ন পোজ।
খোলা চুল এবং বড় ঝুমকো, চোখে কাজল যেন এক অপরূপা ধরা দিয়েছে ক্যামেরার সামনে। ন্যুড মেকআপে মন জয় করেছেন সবার। আর তাঁর এই দেশি লুকেই মজেছেন ভক্তরা। তাঁর এই হট অ্যান্ড সুইট শাড়ি লুক দেখেই প্রেম প্রস্তাব দিচ্ছেন ভক্তরা। হাজার হাজার লাইকের সাথে এসেছে কমেন্ট বক্সে প্রেম প্রস্তাব। কার্যত সকলে তার এমন লুকে মজেছেন।
কোনো ব্যক্তি ‘আই লাভ ইউ’ থেকে ‘ইউ আর মাই ক্রাশ’ পর্যন্ত লিখেছেন। তার অভিনয়ের সাথেও যে এই লুক খুব দৃঢ় তা বলতে বাঁধা নেই। কার্যত আপনি নিজেই তা ধারনা করতে পারবেন। ইন্ডাস্ট্রির কানাঘুসো খবর সেই ধারাবাহিকের নায়ক অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায়ের সাথে সম্পর্কে আছেন অঙ্কিতা। হ্যাঁ টেলি ইন্ডাস্ট্রির বর্তমান হট টপিক শুটিং ফ্লোরের বাইরেও জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ দুজনকে ডেট করছেন। তবে এখনই যে দুজনে এই নিয়ে কিছু বলতে চান না তা স্পষ্ট ধরা পরে তাদের কর্মকান্ডে।