Kar Kache Koi Moner Kotha: রূপে লক্ষ্মী গুনে সরস্বতী! সৌন্দর্যে শিমুলকে হার মানাবে পরাগের বাস্তব জীবনের স্ত্রী, দেখুন ছবি

পরাগের আসল নাম অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় (Drone Mukherjee)। বোলপুরের ছেলে দ্রোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করলেও বেছে নিয়েছেন অভিনয়ের পথ।

Kar Kache Koi Moner Kotha: ছোট পর্দার বিভিন্ন চরিত্র দর্শকদের নিজেদের জীবনের সঙ্গে মিশে যায়। কেউ ইতিবাচক কিংবা নেতিবাচক চরিত্রে নিজেদের ফুটিয়ে তোলেন। ঠিক তেমনই একটি বর্তমানে পর্দার চরিত্র জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকের পরাগ। তাঁর এই নেতিবাচক চরিত্রটি কার্যত সবার থেকে আলাদা। যে কারণে দর্শকদের সেই চরিত্রটিকে একটুও ভালোলাগছে না। কিন্তু বাস্তব জীবনের পরাগ ঠিক কেমন? কি বা তাঁর আসল পরিচয় জানেন?

Kar Kache Koi Moner Kotha

পরাগের আসল নাম অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় (Drone Mukherjee)। বোলপুরের ছেলে দ্রোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করলেও বেছে নিয়েছেন অভিনয়ের পথ। দ্রোণের বাবাও একজন থিয়েটার অভিনেতা। তাই ছোট থেকেই বাড়িতে অভিনয়ের বিভিন্ন তালিম পেয়েছে তিনি। অন্যদিকে মা হচ্ছেন গানের জগতের মানুষ। তিনি যেখানে গান শেখাতে যেতেন সেখানেই গান শিখতে আসতেন দ্রোণের স্ত্রী। এরপরেই সম্বন্ধ করে বিয়ে হয় তাদের। বর্তমানে বাবা, মা, বউ ও এক মেয়েকে নিয়ে ভরা সংসার দ্রোণের।

 

View this post on Instagram

 

A post shared by Drronn Mukherjee (@drronnmukherjee)

বাস্তবে ঠিক কেমন পর্দার পরাগ? জিজ্ঞেস করতেই অভিনেতার উত্তর – “অনেকে মনে করছেন বাস্তবেও আমি হয়তো এমন। কিন্তু আসলে তো ব্যাপারটা তেমন নয়। আমি বিবাহিত। প্রথম প্রথম এই বিষয়গুলো আমার স্ত্রীকে প্রভাবিত করত। মনখারাপ হত ওর। কিন্তু তার পর এক দিন ভাল ভাবে ওকে বোঝাই বিষয়টা। এখন আর ততটাও গভীরে ভাবে না ও। এখন বিষয়টা স্বাভাবিক হয়ে গিয়েছে।” অভিনেতার স্ত্রী নাকি পর্দার শিমুলের থেকেও বেশি সুন্দর।

 

View this post on Instagram

 

A post shared by Drronn Mukherjee (@drronnmukherjee)

টিভির পর্দায় পরাগ যেমনই হোক না কেন, বাস্তব জীবনে তিনি কিন্তু পারফেক্ট স্বামী ও বাবা। শ্যুটিং সময়টুকু বাদ দিয়ে বাকি সময়টা স্ত্রী, তিন বছরের মেয়ে গুড্ডি ও মা-বাবাকে নিয়েই কেটে যায়। ‘কার কাছে কই মনের কথা’র আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আকাশ আটের ‘মেয়েদের ব্রতকথা’ মা ষষ্ঠীর ব্রত’তে প্রজাবৎসল জমিদার ইন্দ্রর চরিত্রে দেখা গেছিল ছোটপর্দার দ্রোণকে। এছাড়াও ‘গল্প হলেও সত্যি’, ‘দীপাবলির সাতকাহন’, স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে দেখা মিলেছে দ্রোণ মুখোপাধ্যায়ের। সব মিলিয়ে বাস্তব ও পর্দার এই অভিনেতার মধ্যে রয়েছে আকাশ পাতাল তফাৎ।