Kar Kache Koi Moner Kotha: দর্শকদের কথায় ঘুরে গেল গল্পের মোড়! দর্জাল শাশুড়ি হল বৌমার বেস্ট ফ্রেন্ড, ভাইর দুর্ধর্ষ প্রোমো

একটি প্রোমো যেখানে দেখা যাবে ঘুড়ির উৎসবে শিমুলদের বাড়ির ছাদে পাড়ার বউরা দল বেঁধে ঘুড়ি ওড়াচ্ছে। এমন সময় ছাদে আসে মধুবালা দেবী।

Kar Kache Koi Moner Kotha: বাংলা টেলি সিরিয়াল জগতে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। শাশুড়ি ও তার বৌমা শিমুলের ঝামেলা যেন এক অন্য মাত্ৰা নিয়েছে। শিমুলের স্বামী পরাগ প্রথম দিন থেকেই তার স্ত্রীকে পছন্দ করে না। তবে এবার হয়তো শিমুলের শাশুড়ির সাথে তাঁর বন্ধুত্ব হতে চলেছে। ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে নিজের বিয়ের গয়না বন্দক রেখে শিমুল তাঁর শাশুড়িকে তীর্থ করতে পাঠিয়েছে।

Kar kache koi moner kotha

অন্যদিকে শিমুলকে মিথ্যা বদনাম দিয়ে পলাশ, প্রতীক্ষা ও পরাগ ফাঁসাতে চায় শতদ্রুর সাথে। বাড়িতে কেউ না থাকলে শতদ্রু আসে নিজের বোনের বিয়ের আমন্ত্রণ পত্র দিতে। আর সেখানেই পরাগ, পলাশ ও প্রতীক্ষা এসে হাজির হয় ও শিমুলকে বিভিন্নভাবে হয়রানি করে। ব্যাস সেই সময় শিমুলের পাশে দাঁড়ায় মধুবালা দেবী অর্থাৎ তাঁর শাশুড়ি। সে তাদের কথার থেকে শিমুলের কথাকেই প্রাধান্য দেয় বেশি। এমনকি ইদানিং শিমুলের সঙ্গে তার বেশ বন্ধুত্বও হয়েছে।

Kar Kache Koi Moner Kotha:

Kar Kache Koi Moner Kotha

এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি প্রোমো যেখানে দেখা যাবে ঘুড়ির উৎসবে শিমুলদের বাড়ির ছাদে পাড়ার বউরা দল বেঁধে ঘুড়ি ওড়াচ্ছে। এমন সময় ছাদে আসে মধুবালা দেবী। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। মধুবালা দেবী বলে এটা বাড়ি না বাজার! এরপরই একটি ঘুড়ি নিয়ে আকাশে ওড়াতে থাকে মধুবালা এবং বলে ‘ভোকাট্টা’। শিমুল খুশি হয়ে এসে তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলে তুমি এত ভালো ঘুড়ি ওড়াতে পারো। তখনই তার শাশুড়ি বলে ‘শাশুড়ি মাকে যখন তুমি বলে ডেকেছ তখন সবসময়ই তুমি করেই বলতে হবে। তবে কি এইভাবেই পাল্টে যাবে শিমুল ও মধুবালা সম্পর্কে সমীকরণ?

Kar Kache Koi Moner Kotha:

অন্যদিকে পরাগ শুধু ছক কষছে কিভাবে সে তাঁর স্ত্রীকে কষ্ট দিতে পারবে। এর আগেও একাধিক না শিমুলের গায়ে হাত তুলেছিল পরাগ। চলটি সপ্তাহে টিআরপি তালিকায় ৭.১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এই মেগা। ধুলোকণা (Dhulokona) সিরিয়ালের পর ফের একবার ছোট পর্দা কাঁপাচ্ছে মানালি দে (Manali Dey)। এখনও পর্যন্ত তার সব কটি সিরিয়াল বেজায় হিট। সেই তালিকাতেই আবারো যুক্ত হলো এই ধারাবাহিক। তাই প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে এই ধারাবাহিক দেখতে ভুলবেন না।