Viral Video: ফাঁকা ঘরে অক্ষরা সিংকে একা পেয়ে নিয়ন্ত্রণ হারালেন খেসারি লাল যাদব, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

খেসারি লাল যাদবকে দেখা গিয়েছে আরো একজন জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেত্রী অক্ষরা সিং-এর সাথে একটি রোমান্টিক গানে অভিনয় করতে।

Viral Video: বর্তমানে মনোরঞ্জনের দুনিয়ায় বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ভোজপুরি সিনেমা। আগে মূলত কেউ সেভাবে ভোজপুরি সিনেমা সম্পর্কে না জানলেও বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে ভোজপুরি সিনেমা। ‌যার কারণে মাঝে মাঝেই সোশ্যাল মাধ্যমে উঠে আসে বিভিন্ন ভোজপুরি সিনেমার গান ও ভিডিও ক্লিপ। এমনকি এই ইন্ডাস্ট্রির তারকাদের জনপ্রিয়তাও দিনকে দিন বেড়েই চলেছে। আর সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভোজপুরি সিনেমার গান ও ভিডিও ক্লিপগুলোর ভিউজ দেখলে রীতিমতো তাক লাগার জোগাড় হবে প্রতিটি মানুষের।

যারা কমবেশি ভোজপুরি সিনেমা দেখে থাকেন অথবা ভোজপুরি সিনেমার ভক্ত তারা অবশ্যই ভোজপুরি তারকা অভিনেতা খেসারি লাল যাদবকে (Khesari Lal Yadav)  চেনেন। খেসারি লাল যাদব হলেন ভোজপুরি ইন্ডাস্ট্রির একজন অন্যতম প্রথম সারির অভিনেতা। আর তাঁর জনপ্রিয়তা আর পাঁচটা বলিউড তারকার চেয়ে কোনো অংশে কম নয়। তাঁর সিনেমা ও গানের ভিডিও দেখার জন্য সর্বদা অধীর আগ্রহে মুখিয়ে থাকেন তাঁর প্রতিটি ভক্ত। আর তাঁর ভিডিও সোশ্যাল মাধ্যমে আপলোড হওয়া মাত্রই তা ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়।

সম্প্রতি সেরকমই অভিনেতার আরো একটি নতুন গানের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে অভিনেতা খেসারি লাল যাদবকে দেখা গিয়েছে আরো একজন জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেত্রী অক্ষরা সিং-এর সাথে একটি রোমান্টিক গানে অভিনয় করতে। আর এই দুই তারকার এত মাখোমাখো প্রেম দেখে আনন্দে মাতলেন প্রতিটি নেট নাগরিক। ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় ভোজপুরি গান ‘আগ লাগা না রাজা’-তে নৃত্য পরিবেশন করতে এই দুই তারকাকে। ভিডিওটিতে এই দুই তারকাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে।

Viral Video :

ভিডিওটিতে মূলত স্বামী স্ত্রী হিসেবেই অভিনয় করেছেন এই দুই ভোজপুরি তারকা। মূলত মধ্যরাতে একে অপরের সাথে সময় কাটাচ্ছিলেন তারা। আর এতেই পরস্পরের সাথে প্রেমে মাতোয়ারা হয়ে যান দুজনে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হলে তা রীতিমত ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে। বর্তমানে ভিডিওটির ভিউজ পেরিয়ে গেছে প্রায় কয়েক লক্ষের বেশি। পাশাপাশি ভিডিওটিকে পছন্দ করেছেন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ। এছাড়াও ভিডিওটির কমেন্ট বক্সে উপচে পড়ছে বিভিন্ন রকমের মন্তব্য।