Kisak Bandhu Scheme: পুজোর আগেই কৃষকদের একাউন্টে ঢুকতে চলেছে ১০,০০০ টাকা! রইল আবেদন পদ্ধতি
কৃষক বন্ধু স্কিমে আর কি ধরণের লাভ করতে পারবেন - যদি সেই কৃষকের মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধাও দেওয়া হয়ে থাকে এই স্কিমে।

আমাদের দেশে যে খাদ্য যোগান দেয় তারাই না খেতে পেয়ে মরে। প্রতিবছর কয়েক হাজার কৃষকের মৃত্যু হয়। না স্বেচ্ছায় মৃত্যু নয় বরং আত্মহত্যা করে বলেই জানা যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার বর্তমানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তবে আজ আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করবো যেখানে চাষীদের জন্য প্রতি বছরে বেশ কয়েক হাজার টাকা তারা ভাতা পাওয়ার সুযোগ থাকছে। আর পুজোর আগেই কার্যত কৃষকদের একাউন্টে ঢুকতে চলেছে ১০,০০০ টাকা। তবে নিশ্চয়ই কিছু নিয়ম ও কিভাবে পাবেন সেই টাকা সেইসব বিস্তারিত জানবো আজ আপনাদের এই প্রতিবেদনে।
স্কিমের নাম – কৃষক বন্ধু স্কিম ( Kisak Bandhu Scheme)
আর্থিক লাভ – বার্ষিক সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে সর্বনিম্ন ১০,০০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।
বয়স – কৃষকের বয়স হতে হবে ১৮-৬২ বছরের মধ্যে।
কৃষক বন্ধু স্কিমে আর কি ধরণের লাভ করতে পারবেন – যদি সেই কৃষকের মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধাও দেওয়া হয়ে থাকে এই স্কিমে (Kisak Bandhu Scheme)
কোথায় আবেদন করবেন – সম্প্রতি গতকাল অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে চালু হয়েছে রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানে আপনাকে গিয়ে কৃষক বন্ধু স্কিমের ফর্ম জমা দিতে হবে।
কৃষক বন্ধু স্কিমের প্রয়োজনীয় নথি –
কৃষকের নিজস্ব জমির দলিল অথবা যদি কোন কৃষক ওয়ারিশ সূত্রে আবেদন করেন সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার তরফ থেকে পাওয়া একটি ওয়ারিশ সার্টিফিকেট।
ভোটার কার্ড।
আধার কার্ড।
আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স অথবা কোন বাতিল চেক।
আবেদনকারীর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
কৃষক বন্ধু প্রকল্প স্টেটাস চেক করার নিয়ম ?
www.krisakbondhu.net ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কৃষক বন্ধু স্টেটাস চেক করতে পারবেন। আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে চেক করতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাস সম্পর্কে।
এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে ?
বছরে দুবার অনুদান দেওয়া হবে চাষের জন্য । এবং মৃত্যুজনিত সহায়তার টাকা কৃষকের মৃত্যুর ১৫ দিনের মধ্যে দেওয়া হবে। টাকা দেওয়া হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি। তাই প্রতিটি কৃষকের ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক।
কৃষকবন্ধু টাকা কবে পাওয়া যাবে?
২০২৩ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে পুজোর আগেই এমনটা জানা যাচ্ছে। দুয়ারে সরকার (Duyare Sarkar) ক্যাম্পে যাওয়ার পূর্বেও আপনার বিশেষ একটি কাজ আছে। তা হলো কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের আবেদন ফর্ম ফিলাপ করে আপনি দুয়ারে সরকার কাম্পে জমা করতে পারেন।
কিভাবে আদেবনপত্র ডাউনলোড করবেন?
তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করে নিতে হবে। যদি দুয়ারে সরকার ক্যাম্পে না যেতে পারেন তাহলে গ্রামীণ এলাকায় বিডিও অফিসে এবং শহর এলাকাতে মহাকুমাশাসকের অফিসে জমা করতে পারন। বা কৃষি অফিসে জমা করতে পারেন।