রূপের যাদুতে বলিউডের সমস্ত নায়িকাদেরও হার মানাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ, দেখুন ছবি

অভিনেতার পুত্রবধূ অর্থাৎ মাদালসা এম. চক্রবর্তী (Madalsa M. Chakraborty) সৌন্দর্যতার দিক থেকে যেকোনো বলি তারকাকে মাত দিতে সক্ষম।

Mithun Chakraborty Daughter In Law: টলিউড সহ বলিউড জুড়ে এককালীন একচেটিয়া ভাবে রাজ করে এসেছেন তিনি।‌ বর্তমানে অভিনয় জগত থেকে দূরত্ব বজায় রেখে চললেও দুই ইন্ডাস্ট্রিতে এটুকুও দাপট কমেনি তার। যার প্রমাণ মাঝে মাঝেই মেলে বিনোদন জগতের কথা উঠলে।‌ বহু বছর যাবৎ অভিনেতাকে সেভাবে অভিনয়ের মঞ্চে দেখা না গেলেও মাঝে মাঝেই তিনি ধরা দেন বিভিন্ন রিয়েলিটি শোয়ের মঞ্চে। তিনি আর কেউ নন তিনি হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

তবে আজকের এই প্রতিবেদনে অভিনেতা নয় বরং তার পুত্রবধু সম্পর্কে আপনাদের জানাবো। অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবার সম্পর্কে সকলে জানলেও তার পুত্রবধুর সম্পর্কে অনেকেই অবগত নন। জানলে অবাক হবেন যে অভিনেতার পুত্রবধূ অর্থাৎ মাদালসা এম. চক্রবর্তী (Madalsa M. Chakraborty) সৌন্দর্যতার দিক থেকে যেকোনো বলি তারকাকে মাত দিতে সক্ষম। মাদালসা প্রথমে সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করলেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন ‘অনুপমা’ ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

অভিনয় কেরিয়ারের পাশাপাশি মাদালসা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় এবং অ্যাক্টিভ। মাঝে মাঝেই তার বিভিন্নরকম ছবি ভাইরাল হতে দেখা যায় নেট দুনিয়ায়। সম্প্রতি নিজের আরেকটি ছবি শেয়ার করে আবারো লাইম লাইটের পাতায় উঠে এলেন তিনি। যেখানে অভিনেত্রীর পরনে রয়েছে একটি লাল রঙের ড্রেস। আর এই ড্রেসটির হেমলাইট ডিপ। যেটাতে উন্মুক্ত অভিনেত্রীর ক্লিভেজ।

তার এই ছবিটি তুলেছেন মুম্বাইয়ের জনপ্রিয় ফোটোগ্রাফার সাগর মিন্ধে (Sagar Mindhe)। অভিনেত্রী ছবিটি শেয়ার করতেই তা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। অভিনেত্রীর অনুগামীদের পাশাপাশি ছবিটির কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন মিঠুন পুত্র মিমো। তার প্রতুত্তরে অভিনেত্রী মিমোকে ‘হাবি’ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ মাদালসা যে নিজের এই ছবিটির মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন নেট দুনিয়া জুড়ে তা কিন্তু নিঃসন্দেহে বোঝা যাচ্ছে।