বিয়ের আগেই প্রেগন্যান্ট, প্রেমের টানে ছেড়েছেন ঘর! অভিনেত্রী পূজা ব্যানার্জির জীবনী আস্ত একটা সিনেমা
মূলত দক্ষিণী সিনেমার মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিপাড়ার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি।

টলি থেকে বলি প্রতিটি ইন্ডাস্ট্রির তারকাদের জীবন সম্পর্কে জানতেই ভীষণ আগ্রহ থাকে দর্শকদের মাঝে। তারা কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে এসমস্ত কিছু নিয়েই ব্যাপক উত্তেজনা থাকে দর্শকমহলে। আর সর্বদা এনিয়ে চর্চা লেগেই থাকে। যা বিনোদন মহলে কান পাতলেই শোনা যায়। এরকমই সর্বদা শিরোনামে উঠে আসা একজন অত্যন্ত জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন পূজা বন্দোপাধ্যায় (Puja Banerjee)।
মূলত দক্ষিণী সিনেমার মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিপাড়ার একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। এমনকি নিজের অভিনয়ের জেরে তিনি পৌঁছে গিয়েছেন সোজা বলিউডেও। তবে সন্তানের কারনে বহুদিন ধরে অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। কিন্তু অভিনয় জগত থেকে দূরে থাকলেও সর্বদাই তিনি নিজের অনুগামীদের সাথে জড়িয়ে রয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সম্প্রতি অভিনেত্রী নিজের মুখে স্বীকার করলেন নিজের জীবনের এমন একটি সিক্রেট যা শুনে রীতিমতো স্তম্ভিত প্রত্যেকে। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তার বয়স যখন ১৫ বছর তখন তিনি একজনের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে যান। যদিও তিনি পরে বুঝতে পারেন যে এটি তার ভুল সিদ্ধান্ত ছিল। অনেকেই হয়তো জানেন না যে অভিনেত্রীর দুটো বিয়ে। তবে বর্তমানে কুণাল ভার্মাকে নিয়েই সুখের সংসার তাঁর।
কুণালের সাথে প্রেমের সম্পর্কে থাকাকালীন হঠাৎ করে গর্ভবতী হয়ে পড়েন অভিনেত্রী। এরপর লকডাউন চলাকালীন তড়িঘড়ি বিয়ে করে নেন দুজনে। তার কিছুমাস পরেই অভিনেত্রীর কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। বর্তমানে অভিনয় জগত থেকে দূরে থাকলেও নিজের স্বামী ও সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এছাড়াও কিছুদিন আগে তার দেখা মিলেছিল একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে।