Rachana Banerjee: রচনা ব্যানার্জির প্রথম স্বামীকে চেনেন? জানলে চোখ উঠবে কপালে

অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) প্রথমদিন থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন।

Rachana Banerjee : অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) প্রথমদিন থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন। তাঁর বিয়ে থেকে কাজের জীবন কিংবা পরবর্তীতে জীবনের বিশেষ প্ল্যান সেসব সম্পর্কেই তিনি বলেন। ‘দিদি নম্বর ১’ রিয়ালিটি শো সঞ্চলনার মধ্যে দিয়ে তিনি সকলের কাছে হয়ে উঠেছেন বাংলার দিদি। ঘরে ঘরে বিকাল হলেই তাঁকে দেখতে ধুম লেগে যায়। তবে জানেন কি রচনার নিজের বৈবাহিক জীবন এতো সুখের ছিল না।

Rachana Banerjee :

Rachana Banerjee

হামেশাই বৈবাহিক পরবর্তী জীবন নিয়ে কথা বলতে গিয়ে নায়িকার চোখ ভিজে উঠেছে। দিদি নম্বর ১ সেটে দাঁড়িয়েও তাঁকে আক্ষেপ করতে দেখা গেছে। তবে কি এমন ছিল তাঁর প্রথম ও দ্বিতীয় বিয়েতে যার ফলে সেই দুটি বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু তাঁর আগে জানেন কি কে ছিল রচনার প্রথম স্বামী? দ্বিতীয় বিয়েতে বিবাহ বিচ্ছেদ না হলেও বহু বছর একা থাকেন রচনা ও তার স্বামী স্বামী প্রবাল বসু (Prabal Basu)। ছেলে প্রনীল অবশ্য থাকে মায়ের সাথেই।

Rachana Banerjee :

Rachana Banerjee

আরও পড়ুন : অভিনেত্রী রচনা ব্যানার্জির আসল নাম কি? ৯৯% মানুষ জানেন না

প্রথমবার রচনার বিয়ে হয়েছিল ওড়িয়া ফিল্ম তারকা সিদ্ধান্ত মহাপাত্র (Sidhant Mohapatra)-র সাথে। ওডিয়া সিনেমায় সিদ্ধান্ত বেশ বড়োসড়ো নাম। আর সেখানেই রচনাও কাজ করেছিলেন চুটিয়ে। একসাথে তাঁরা বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন। আর সেখান থেকেই তাদের প্রেম হয়। গোপনে তাঁরা বিয়েও করে ১৯৯৮ সালে। তবে সিদ্ধান্তের পরিবার কোনোরকম অভিনেত্রী বৌমা গ্রহণ করেননি। তাঁকে অভিনয় ছেড়ে দূরে থাকলে তবেই সিদ্ধার্থর সাথে

Rachana Banerjee Video:

যে কারণে ২০০২ সালেই ডিভোর্স হয়ে যায় এই জুটির ডিভোর্স হয়ে যায়। ভালোবেসেই দুজন সাঁতপাকে বাঁধা পড়লেও এই জীবন বেশিদিন সুখের হয়নি জুটির। অপরদিকে একসময় প্রসেনজিৎ ও রচনার জুটি বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে জনপ্রিয় হতে থাকে। একসাথে পর পর ৩৫ টি সিনেমা করেছিল এই জুটি। যার মধ্যে প্রত্যেকটা সুপারহিট হয়েছিল। ২০০৭ সালে প্রনীলের সাথে বিয়ে হয় আবার রচনার। ২০০৯ সালে তাঁদের পুত্রসন্তান প্রনীল পৃথিবীতে আসেন। ৪৮ বছরে শুধু অভিনয়তেই আটকে নেই রচনা। নিজের শাড়ির ব্র্যান্ড ‘রচনা’স ক্রিয়েশন’ নিয়ে ব্যাপক নাম করেছেন। গত বছর দুর্গাপুজোর সময় প্রণীল ও প্রবালের সাথে প্রতিমা দর্শনেও বেরিয়েছিলেন রচনা। সেখান থেকেই নেটিজেনরা মনে করছেন তাদের মধ্যেকার সম্পর্ক হয়তো আগের থেকে কিছু স্বাভাবিক হয়েছে।