Prasenjit Chatterjee Daughter: রূপে গুনে টলিউডের নায়িকাদের গুনে গুনে দশ গোল দেবে প্রসেনজিৎ চ্যাটার্জ্জীর মেয়ে, দেখুন ছবি

প্রসেনজিৎ নিজের মেয়ের সম্পর্কে কোনোদিন খোলসা করে না বললেও একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন যে তিনি একটিবার নিজের মেয়েকে জড়িয়ে ধরতে চান ও তাকে আদর করতে চান।

Prasenjit Chatterjee Daughter: প্রায় তিন দশকের বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে আসা একজন প্রবাদপ্রতিম অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। একটানা ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। ‌এমনকি একসময় বলা হতো তিনিই নাকি ইন্ডাস্ট্রি। সেকারণে এখনো টলিপাড়া জুড়ে রয়েছে তার ব্যাপক দাপট। তবে অভিনয় জগতের বাইরে একদম অন্যরকম মানুষ তিনি। অভিনয়ে তাঁকে অন্যরকমভাবে দেখা গেলেও বাস্তবে কিন্তু একেবারেই ভিন্ন প্রকারের মানুষ তিনি।

Prasenjit Chatterjee Daughter:

Prasenjit Chatterjee Daughter

অভিনেতার পরপর তিন তিনটে বিয়ে নিয়ে দর্শকমহলে বেশ চর্চা চললেও বর্তমানে তার বর্তমান স্ত্রী অর্থাৎ অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ও ছেলে তৃষাণজিৎ-কে নিয়ে বেশ সুখের সংসার তাঁর। তবে একটি কথা হয়তো অনেকেই জানেন না যে অভিনেতার কেবলমাত্র একটি ছেলে নয় বরং রয়েছে একটি মেয়েও। যার নাম প্রেরণা চট্টোপাধ্যায় (Prerna Chatterjee)।‌ যা সম্পর্কে অনেকেই হয়তো অবগত নন।

এখানে পড়ুন : রূপে গুনে সমস্ত নামি দামি নায়িকাদেরও হার মানাবে অভিনেতা সোহমের স্ত্রী, দেখুন ছবি

আসলে প্রেরণা হলেন প্রসেনজিতের দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ অপর্ণা গুহ ঠাকুরতা (Aparna Guha Thakurata)-র মেয়ে। যাকে খুব একটা কম চোখে পড়লেও সৌন্দর্যতার দিক থেকে সে মাত দিতে পারে যেকোনো সুন্দরী টলি অভিনেত্রীকে। গত ১৬ ই আগস্ট ২৪ বছর বয়সে পদার্পণ করলেন প্রসেনজিতের মেয়ে প্রেরণা। আর জন্মদিনে উপলক্ষে অপর্ণা নিজের মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে অভিনেতার সাথে তার কোনোরকম সম্পর্কই নেই বর্তমানে। কারণ বিবাহ বিচ্ছেদের পর মেয়েকে সবসময় বাবার কাছ থেকে দূরেই সরিয়ে রেখেছেন অপর্ণা।‌

Prasenjit Chatterjee Daughter

প্রসেনজিৎ নিজের মেয়ের সম্পর্কে কোনোদিন খোলসা করে না বললেও একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন যে তিনি একটিবার নিজের মেয়েকে জড়িয়ে ধরতে চান ও তাকে আদর করতে চান। আর তিনি মনে করেন যে একসময় মেয়ের সাথে তার সমস্ত দূরত্ব ঘুচে যাবে। অভিনেতার মেয়েকে লাইমলাইটে উঠে আসতে দেখা না গেলেও সৌন্দর্যতার দিক থেকে সে টেক্কা দেবে যেকোনো সুন্দরী টলি তারকাকে। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না তিনি। কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ইতিমধ্যে তিনি রয়েছেন লন্ডনে। তবে অভিনয় জগতের সাথে সম্পর্ক না থাকলেও তার ফ্যাশন সেন্স কিন্তু চোখে পড়ার মতো। যার কারণে মাঝে মাঝেই ভাইরাল হয় তার নিত্যনতুন ছবি।