সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে আল্লু অর্জুনের স্ত্রী, রইল তাঁর সুন্দর ছবি

অভিনেতার প্রচুর সংখ্যক মহিলা ফ্যানবেস থাকলেও মনের মানুষ হিসেবে তিনি বেঁছে নিয়েছেন একজনকেই। তিনি হলেন অভিনেতার স্ত্রী 'স্নেহা রেড্ডি' (Sneha Reddy)। ২০১১ সালের ৬ ই মার্চ খুব জাকজমকপূর্ণভাবে স্নেহা রেড্ডিকে বিবাহ করেন।

দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ‘আল্লু অর্জুন’ (Allu Arjun)। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)-এর মাধ্যমে তিনি গোটা ভারতের মানুষের মন জয় করে নিয়েছেন। এমনকি তাঁর জনপ্রিয়তা দক্ষিণী ইন্ডাস্ট্রি ছাড়িয়ে ছড়িয়ে পরেছে বলিউডেও। তবে আপনি হয়তো জানলে অবাক হবেন যে অভিনেতা আল্লু অর্জুন তাঁর পরিবার থেকে কেবলমাত্র একমাত্র অভিনেতা নন, বরং ওনার পরিবারে রয়েছে আরো সাত সাতজন অভিনেতা।

এমনকি অভিনেতার পরিবার দীর্ঘ বছর ধরে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ অভিনেতা আল্লু অর্জুন একজন দক্ষিণী স্টারকিড‌। অভিনেতার বাবা ‘আল্লু অরবিন্দ’ (Allu Arvind) একজন অন্যতম জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র পরিচালক। অভিনেতার দাদা অর্থাৎ ‘আল্লু সিরিশ’ (Allu Sirish)-ও একজন বড় মাপের দক্ষিণী সুপারস্টার। অভিনেতার ঠাকুরদা অর্থাৎ ‘আল্লু রামালিঙ্গয়া’ (Allu Ramalingaiah) ছিলেন একসময়ের দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন প্রবাদপ্রতীম অভিনেতা। এছাড়াও এই পরিবারের আরো বেশ কিছু সদস্য যেমন ‘রামচরণ’ (Ramcharan), ‘চিরঞ্জীবী’ (Chiranjeevi), ‘পবণ কল্যান’ (Pawan Kalyan)-ও দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম কিছু ব্যক্তিত্ব।

অভিনেতা আল্লু অর্জুন একজন তেলুগু ভাষী চলচ্চিত্র অভিনেতা। তিনি প্রথম ‘পারুগু’ (Parugu) সিনেমার মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেন। এরপর একের পর এক একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। বর্তমানে তাঁর ফ্যানবেস আর পাঁচটা বলিউড তারকার চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি তাঁর মহিলা ফ্যানবেসের সংখ্যাও অনায়াসেই টেক্কা দেবে যেকোনো বলি তারকাকে। জনপ্রিয় মালায়ালাম টেলিভিশন তাঁকে প্রবাসী ‘রত্ন পুরস্কারম’ (Ratna Puraskaram) সম্মানে ভূষিত করেছেন।

তবে অভিনেতার প্রচুর সংখ্যক মহিলা ফ্যানবেস থাকলেও মনের মানুষ হিসেবে তিনি বেঁছে নিয়েছেন একজনকেই। তিনি হলেন অভিনেতার স্ত্রী ‘স্নেহা রেড্ডি’ (Sneha Reddy)। ২০১১ সালের ৬ ই মার্চ খুব জাকজমকপূর্ণভাবে স্নেহা রেড্ডিকে বিবাহ করেন। তবে বছর দুয়েক পেরোতেই ২০১৩ সালে দুজনের সম্পর্ক বিচ্ছেদের কথার গুঞ্জন শোনা গেলেও পরে অভিনেতা জানান, “তারা খুব সুখী দম্পতি, এটা গুজব ছাড়া আর কিছু নয় এবং খুব তাড়াতাড়ি তারা সন্তান নেবেন।” বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। আর ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়েই সুখী পরিবার অভিনেতার।