সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা দেবে দেবেন ‘বাহুবলী’ সিনেমার কাটাপ্পার মেয়ে, রইল তাঁর ছবি

দিব্যা একজন স্টারকিড হয়েও খুব কমই লাইম লাইটে আসতে দেখা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে মাঝে মাঝেই তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে‌।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’ দেখেননি এমন সিনেমারপ্রেমী মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। দক্ষিণী সুপারস্টার প্রভাস-অনুষ্কার অভিনীত বাহুবলীর সুবাদে এই সিনেমার ‘কাটাপ্পা’ চরিত্রটি সকলের কাছেই পরিচিত। বিশেষ করে কাটাপ্পার সেই ভয়ঙ্কর চেহারা আজও বহু বাচ্চার কাছে তাজা। বাহুবলি সিনেমায় এই চরিত্রে অভিনয় করা অভিনেতার নাম হলো সত্যরাজ। যিনি বাহুবলি সিনেমার কাটাপ্পা হিসেবেই সমাধিক পরিচিত।

মূলত বাহুবলি সিনেমাটির মাধ্যমে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেলেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ-দীপিকা অভিনীত পরিচালক রোহিত শেঠির পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মীনা মা অর্থাৎ দীপিকার বাবার চরিত্রে। সেখানেও তাঁর অভিনয়ের যথেষ্ট সুরাহা করা হয়। তবে বর্তমানে খুবই ব্যস্ত তিনি। তাঁর কাছে রয়েছে বর্তমানে একাধিক প্রজেক্ট। শোনা যাচ্ছে আগামী দিনে সূরিয়া ও দুগ্গুবাতির মতো জনপ্রিয় দক্ষিণী তারকাদের সাথে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। তবে সত্যরাজ সিনেমায় একজন কঠোর পিতা হিসেবে অভিনয় করলেও বাস্তব জীবনে মোটেও কঠোর পিতা নয় তিনি। তাঁর একটি মেয়ে রয়েছে। যিনি সৌন্দর্যের দিক থেকে হার মানাবে যেকোনো বলি ও দক্ষিণী নায়িকাকে।

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

সত্যরাজের মেয়ে সরাসরিভাবে অভিনয় জগতের সাথে যুক্ত না থাকলেও নিজের বাবার কারণে যথেষ্ট জনপ্রিয় তিনি। নিজের বাবির কারণে দক্ষিণী মহলেও বেশ পরিচিত মুখ তিনি। তাঁর নাম দিব্যা। দিব্যা পেশায় একজন সমাজসেবী। যার নিজস্ব একটি এনজিও রয়েছে। এর পাশাপাশি সে একজন নিউট্রিশিয়ানিস্ট। মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করার পর ইউএসএ থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন দিব্যা। বর্তমানে সে তাঁর এনজিওতে বিনামূল্যে অসহায় পথশিশু ও মহিলাদের খাবার বিতরণ করে।

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

এছাড়াও বর্তমানে তিনি অপুষ্টিতে ভোগা শিশুদের নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করতে চলেছেন। যা খুব শীঘ্রই মুক্তি পাবে। দিব্যা একজন স্টারকিড হয়েও খুব কমই লাইম লাইটে আসতে দেখা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে মাঝে মাঝেই তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে‌। আর সেখান থেকেই আন্দাজ পাওয়া যায় যে তিনি কতটা সুন্দরী। তবে তিনি কোনদিন নিজের বাবার মত অভিনয় জগতে পা রাখবেন কিনা সে সম্পর্কে কোনোরকম ইঙ্গিত পাওয়া যায়নি।