75 Rupees Coin: বাজারে আসছে ৭৫ টাকার মুদ্রা? কীভাবে হাতে পাবেন, জেনে নিন বিস্তারিত
বাজার থেকে উঠতে শুরু করেছে ২০০০ টাকার নোট। আরবিআই (RBI)-এর নির্দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এই আবহেই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন।

বাজার থেকে উঠতে শুরু করেছে ২০০০ টাকার নোট। আরবিআই (RBI)-এর নির্দেশেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এই আবহেই বাজারে আসতে চলেছে ৭৫ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই বাজারে ৭৫ টাকার কয়েন হাতে পেয়ে যাবেন সাধারণ মানুষ। এই মুদ্রা চালু করা হবে মূলত নতুন সংসদ ভবন উদ্বোধন করার উপলক্ষ্যেই।
৭৫ টাকার কয়েনের উদ্বোধনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ মে তারিখে উদ্বোধন করেছেন।
■ ৭৫ টাকার কয়েন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
১. ৭৫ টাকার কয়েনটির ওজন ৩৫ গ্রামের মতো।
২. কয়েনটির ব্যাস ৪৪ মিটারের মতো।
৩. ৭৫ টাকার কয়েনটি তৈরি হবে চার রকমের ধাতুর মিশ্রণে। এই তালিকায় রয়েছে তামা, নিকেল, দস্তা ও রুপো।
৪. মুদ্রাটিতে উপস্থিত রুপো, তামা, দস্তা ও নিকেলের পরিমাণ যথাক্রমে ৫০%, ৪০%, ৫% ও ৫%।
৫. এই মুদ্রায় অশোক স্তম্ভের চিহ্ন থাকবে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অশোক স্তম্ভের চিহ্নটি মুদ্রার একপাশে থাকবে।
৬. অশোক স্তম্ভ সমন্বিত চিহ্নটির নীচে ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে।
৭. অশোক স্তম্ভের চিহ্নটির ডান দিকে ইংরেজি হরফে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে এবং বাঁ দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’।
৮. ৭৫ টাকার কয়েনটির অপর পৃষ্ঠায় থাকবে নতুন সংসদ ভবনের ছবি।
৯. সংসদের ছবির নিচের দিকে ইংরেজি হরফে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লেখা থাকবে এবং উপরের দিকে দেবনাগরী হরফে ‘সংসদ সংকুল’ লেখা থাকবে।
১০. এই মুদ্রাটির চারিদিকে ২০০টি দাগ দেখতে পাওয়া যাবে।