হোটেল ব্যবসা করেই কামাচ্ছেন কোটি কোটি টাকা! এই ৫ টি বিলাসবহুল হোটেলের মালিক মিঠুন চক্রবর্তী

বাংলা ও হিন্দি বিনোদন জগতের একসময়ের সুপারস্টার অভিনেতা ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এককালীন এই ২ ইন্ডাস্ট্রি জুড়ে দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন।

বাংলা ও হিন্দি বিনোদন জগতের একসময়ের সুপারস্টার অভিনেতা ছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এককালীন এই ২ ইন্ডাস্ট্রি জুড়ে দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে এত বছর পেরিয়ে গেলেও তা জনপ্রিয়তায় ভাটা পরেনি এটুকুও‌। বর্তমানে তাঁকে সিনেমায় খুব কম দেখা গেলেও বেশকিছু আঞ্চলিক রিয়ালিটি শোতে বিচারকের ভূমিকায় দেখা মেলে তাঁর। তবে আজ আমরা তাঁর সম্পর্কে নয় বরং তাঁর সম্পত্তির পরিমাণ আপনাদের জানাবো।

বিভিন্ন সূত্র থেকে জানতে পারা গিয়েছে যে, অভিনেতা মিঠুন চক্রবর্তীর বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় চার কোটি ডলার। অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় আনুমানিক আড়াইশো কোটি টাকারও বেশি। যার কারণে বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের তালিকায় নাম রয়েছে তাঁর। এমনকি ভারতের বেশকিছু জায়গায় হোটেলও রয়েছে তাঁর। এই হোটেলগুলোর মাধ্যমে বছরে একটি মোটা অংকের টাকা রোজগার করেন তিনি। মোনার্ক গ্রুপ অফ হোটেলের মালিক অভিনেতা মিঠুন চক্রবর্তী। যেগুলোর মধ্যে বেশকিছু টুরিস্ট ডেস্টিনেশনে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল রয়েছে তাঁর।

জানা গিয়েছে, তামিলনাড়ুর উটিতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর একটি হোটেল রয়েছে। যে হোটেলটি অত্যন্ত বিলাসবহুল। এই হোটেলটির বাইরে এবং ভেতরে অত্যন্ত বিলাসিতায় মোড়া। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা হোটেলটিকে। এই হোটেলটিতে রয়েছে সুইমিং পুল, ডিস্ক, রেস্তোরাঁ সহ ইনডোর প্লে জোনের সুবিধা। এর পাশাপাশি রয়েছে একটি বড় বাগানবাড়ি ও একটি হেলিপ্যাড।

শোনা যায় একটি সিনেমার শুটিং এর কাজে তিনি উটিতে গিয়েছিলেন। আর সেখানকার সৌন্দর্য দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন। যার কারণে তিনি সেখানে একটি বিলাসবহুল হোটেল তৈরি করার সিদ্ধান্ত নেন। এমনকি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও তাঁর একটি বিলাসবহুল হোটেল রয়েছে। একজন অত্যন্ত গরিব ঘরের সন্তান হয়ে তিনি যেই সাফল্য অর্জন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি একজন স্ট্রিট ডান্সার থেকে যেভাবে বলিউডের মত একটি ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন তা অনেকের কাছেই অনুপ্রেরণার।