ফুটপাত থেকে রাজপ্রাসাদ, সিনেমার গল্পকেও হার মানাবে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যার জীবনকাহিনী
বর্তমানে সেই ছোট্ট দিশানী একজন যুবতী। এমনকি তাঁর বাবার মতোই সেও সিনেমা নিয়েই নিজের কেরিয়ার তৈরি করতে চান।

এককালীন টলিউড সহ বলিউডে দাপিয়ে রাজত্ব করে বেড়ানো একজন প্রবাদপ্রতীম অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এক সময় দুই ইন্ডাস্ট্রি জুড়েই ছিল কেবলমাত্র তারই রাজত্ব। নিজের নাচের কারণে তিনি এক সময় পরিচিতি পেয়েছিলেন বলিউডের ডিস্কো ড্যান্সার হিসাবে। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি করলেও একেবারে অভিনয় জগত থেকে বেরিয়ে আসেননি। যার কারনে মাঝে মাঝেই তাঁর দেখা মেলে বিভিন্ন ছোট-বড়ো সিনেমা ও রিয়ালিটি শোয়ের মঞ্চে।
বর্তমানে অভিনেতার তিন ছেলে ও এক মেয়ে। আর স্ত্রী সন্তানদের নিয়ে বেশ সুখী গৃহকোণ তিনি। তবে অনেকে অভিনেতার ছেলেদের সম্পর্কে জানলেও তাঁর মেয়ের সম্পর্কে জানেন না। হয়তো অনেকেই জানেন না যে অভিনেতার মেয়ে আসলে তাঁর দত্তক নেওয়া। সে বহু বছর আগের কথা। কলকাতা শহরের একটি ডাস্টবিনের পাশে একদল পথচারী একটি ছোট্ট কন্যা সন্তানকে পরে থাকতে দেখেন। হয়তো কন্যা সন্তান হওয়ার কারণে সেখানে তাঁকে ফেলে গিয়েছিল তাঁর মা-বাবা। তখনই সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপর উদ্ধার করা হয় সেই শিশুকন্যাটিকে। এরপর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তুলে দেওয়া হয় সেই সদ্যোজাত শিশু কন্যাটিকে।
তারপর সেই খবর পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে। খবর শোনা মাত্রই বহুদিন ধরে কন্যা সন্তান পাওয়ার লোভ কোনোভাবেই সামলাতে পারেননি তিনি। এরপর তিনি ছুটে যান সেই স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারপর ওই শিশুকে দত্তক নেন মিঠুন এবং তাঁর স্ত্রী যোগিতা বালি। জানা যায়, সে সময় কোনোরকম ঝুঁকি নিতে চাননি তিনি। ফলে সেই রুগ্ন শিশু কন্যাটিকে সারারাত কোলে নিয়েই সমস্ত আইনি জটিলতা মিটিয়েছিলেন তিনি। সমস্ত আইনি জটিলতা মিটলে তিনি শিশু কন্যাটিকে বাড়িতে নিয়ে আসেন। তারপর মেয়েটির নাম দেন দিশানী চক্রবর্তী। বর্তমানে তিন দাদার সেই বোন অত্যন্ত আদুরে। এমনকি অভিনেতার সাথেও দারুন সম্পর্ক দিশানীর।
তবে বর্তমানে সেই ছোট্ট দিশানী একজন যুবতী। এমনকি তাঁর বাবার মতোই সেও সিনেমা নিয়েই নিজের কেরিয়ার তৈরি করতে চান। যার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমী থেকে ফিল্মস্টাডি নিয়ে পড়াশোনা করছে দিশানী। এমনকি ছোটোবেলা থেকেই বলিউডের বেশ কিছু তাবড় তাবড় প্রযোজক ও পরিচালকদের সাথে আলাপ রয়েছে তাঁর। এমনকি আগামী দিনে সিনেমা জগতে নিজের একটি সুপরিচিত তৈরি করবেন বলে মনে করছেন অনেকে।