সৌন্দর্যের নিরিখে টলিউড নায়িকাদেরও হার মানাবে প্রসেনজিৎ কন্যা প্রেরণা, রইল তাঁর ছবি

প্রসেনজিতের এক কন্যাসন্তানও রয়েছে, নাম তাঁর প্রেরণা। প্রেরণা আসলে প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতা ও প্রসেনজিতের মেয়ে।

‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎকে একডাকে সবাই চেনেন। বিভিন্ন সিনেমায় মধ্যে কখনও প্রেমিক, কখনও স্বামী, কখনও দাদা, কখনও আদর্শ ছেলে, আবার কখনও সাপোর্টিভ বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে (Prasenjit Chatterjee)। জীবনের নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে আজ তিনি সবার প্রিয় বুম্বাদা।

তবে আজকের প্রতিবেদনের বিষয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন্দ্র করে নয়, তাঁর কন্যা প্রেরণাকে কেন্দ্র করে। অনেকেই প্রসেনজিতের সন্তান বলতে প্রসেনজিৎ ও অর্পিতার পুত্রসন্তান তৃষাণজিৎকেই চেনেন। অনেকেই জানেন না যে, প্রসেনজিতের এক কন্যাসন্তানও রয়েছে, নাম তাঁর প্রেরণা। প্রেরণা আসলে প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহ ঠাকুরতা ও প্রসেনজিতের মেয়ে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর, এই অবস্থায় বিবাহ বিচ্ছেদ ঘটলে অপর্ণা প্রেরণাকে নিয়ে আলাদা হয়ে যান এবং কলকাতার বাইরে জীবনযাপন করতে শুরু করেন।

জানা যায়, অপর্ণা গুহ ঠাকুরতা একলাই মেয়েকে বড়ো করেছেন এবং প্রসেনজিতের থেকে তিনি কোনো রকমের সাহায্য নেননি। কলকাতার বাইরে প্রেরণা ও অপর্ণার বসবাস। তিনি আইন বিষয়ে নিজের পড়াশোনা সম্পন্ন করেছেন। প্রেরণা বর্তমান যেন ফ্যাশানিস্তা হিসেবে ধরা দিয়েছেন। প্রেরণা দেখতে খুবই সুন্দর। তাঁর সৌন্দর্যের কাছে ভিরমি খাবেন টলিউডের উঠতি অভিনেত্রীরাও। তাঁর জাপানি খাবার খেতে খুবই ভালো লাগে। তাঁর একাধিক পোস্টে জাপানি খাবারের উল্লেখ পাওয়া গেছে।

প্রেরণা অভিনয় জগতের অংশ হবেন কিনা, সেই কৌতূহলের শেষ নেই চারিদিকে। প্রেরণা এই বিষয়ে মুখ না খুললেও, তাঁর ইচ্ছা আপাতত জানতে পারা গেছে পরিচালক অভিজিৎ গুহর দৌলতে। অপর্ণা গুহর সঙ্গে পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহার বন্ধুত্ব বেশ পুরোনো। সেই সূত্রেই একবার তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন অপর্ণা ও প্রেরণা। তাঁদের সেই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই চর্চার বিষয় হয়ে উঠতে দেখা যায়। এই অবস্থায় কেউ কেউ প্রেরণার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হওয়ার বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলে পরিচালক অভিজিৎ স্পষ্টভাষায় জানিয়ে দেন যে, প্রেরণা আইনের পথেই নিজের কর্মজীবন শুরু করতে চান, অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছেই তাঁর নেই।