Rituparna Sengupta Son: টলিউড কাঁপানোর জন্য একেবারে তৈরি! কেমন দেখতে হয়েছে ঋতুপর্ণার ছেলেকে? দেখুন তাঁর ছবি
অভিনেত্রী ঋতুপর্রণার রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম অঙ্কন চক্রবর্তী (Ankan Chakraborty) আর মেয়ের নাম ঋষনা চক্রবর্তী।

Rituparna Sengupta Son: টলিউডে একটা সময় নায়িকা হিসাবেই দেখা মিলেছিলো ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta)। তার আশেপাশে হয়তো আর কেউ ছিল না সেইভাবে। সবথেকে বেশি সিনেমা হয়তো তিনি করেছেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে জুটি বেঁধে। তাদের রিল লাইফ কেমিস্ট্রি কারোর অজানা নয়। তবে মাঝের কিছু সময়ে ঋতুপর্ণা মেইনস্ট্রিম সিনেমা থেকে পিছিয়ে ছিলেন। ঋতুপর্ণা আজও ‘হার্টথ্রব’ বর্তমান প্রজন্মের কাছে। অভিনীত ছবির সংখ্যা কমে গেলেও ভক্তদের কাছাকাছি থাকেন ঋতুপর্ণা। তবে আজ ঋতু নয় বরং আলোচনার বিষয় তার সু-পুত্র।
Rituparna Sengupta Son:
অভিনয় থেকে বিরতি নিয়ে ১৯৯৯ সালে বাল্যপ্রেমিক সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন। বেশ চুটিয়ে সংসারও করেন। অভিনয় এবং সংসার দুটোকেই বেশ ব্যালেন্স করেন। অভিনেত্রীর রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম অঙ্কন চক্রবর্তী (Ankan Chakraborty) আর মেয়ের নাম ঋষনা চক্রবর্তী। এখন দুজনেই অনেকটা বড় হয়ে গেছে। তবে টলিউডে কবে আসবে পুত্র অঙ্কন? সেই প্রশ্নের হদিশ দিতেই আজ হজির আমাদের প্রতিবেদন।
Rituparna Sengupta Son:
ছেলের জন্মদিনের দিন নিজের সোশ্যাল মিডিয়াতে আবেগের স্রোতে ভেসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছেলের শুধু ছবি শেয়ার করেছেন বলা ভুল হবে। বরং আবেগের সাথেই লিখেছেন অনেক কথা। ক্যাপশন লেখেন, “তোমায় এত সুন্দরভাবে বড় হতে দেখে সত্যিই ভাললাগে। জীবনের এই নতুন অধ্যায় যেন তোমার খুব ভাল কাটে, দারুণ কাজ করার সুযোগ পাও আর সারা বিশ্বের সমস্ত ভালবাসা যেন তোমার জন্য থাকে। মায়ের তরফ থেকে অনেক অনেক ভালবাসা। সবসময় ভাল থেকো।”
Rituparna Sengupta Son:
বর্তমানে অঙ্কনের বয়স হলো ২৩ বছর। যেমন লম্বা তেমনই হয়েছে হ্যান্ডসম। তবে অভিনয়ে কবে আসবেন এই স্টার কিড তা যদিও জানা সম্ভব হয়নি। চলতি বছরের নভেম্বর মাসে ৫১ বছরে পা দেবেন অভিনেত্রী। ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় আসছে রাজনৈতিক থ্রিলার ‘গাজনের ধুলোবালি’। যেখানে মুখ্য চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
এখানে পড়ুন: রূপে গুনে টলিউডের নায়িকাদের গুনে গুনে দশ গোল দেবে প্রসেনজিৎ চ্যাটার্জ্জীর মেয়ে, দেখুন ছবি