সৌন্দর্যের নিরিখে মেয়েকে টেক্কা দেবে উর্বশী রাউতেলার মা মিরা, রইল তারঁ ছবি
মেয়ে উর্বশীর মতো মাও সৌন্দর্যে ছক্কা হাঁকিয়ে বসে আছেন। মেয়ে যেমন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তেমনই তাঁর মাকেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যায়।

উর্বশীর রৌটেলার (Urvashi Rautela) নাম বিনোদন জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক পরিচিত অভিনেত্রী তিনি। ক্যামেরার সামনে বরাবরই সহজ লুকে ধরা দেন অভিনেত্রী। অভিনয় হোক বা নৃত্য পরিবেশন সবেতেই তিনি দক্ষতা অর্জন করেছেন। মডেলিংয়েও তাঁর বেশ নামডাক আছে। সৌন্দর্যের জন্য বরাবরই ভক্তদের মধ্যে জনপ্রিয় তিনি।
অভিনেত্রীর মাথায় রয়েছে একাধিক তাজ। ‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, ‘মিস ট্যুরিজম কুইন অফ দ্য ইয়ার’, ‘মিস এশিয়ান সুপার মডেল’-এর খেতাব জয় করেছেন তিনি। এছাড়াও, ২০২১ সালে তাঁকে মিস ইউনিভার্সের বিচারকের আসনেও আসীন হতে দেখা যায়। এ তো গেল উর্বশীর কথা, তাঁর মা মীরা রৌটেলাকে (Meera Rautela) কি চেনেন? যদি না চিনে থাকেন এই বিশেষ প্রতিবেদনটি পড়ে ফেলুন। কারণ উর্বশীর মা মীরাকে নিয়েই আজকের এই প্রতিবেদন রচনা করা হয়েছে।
মেয়ে উর্বশীর মতো মাও সৌন্দর্যে ছক্কা হাঁকিয়ে বসে আছেন। মেয়ে যেমন সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তেমনই তাঁর মাকেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যায়। উর্বশীর মা মীরা দেবীকে প্রথমবার দেখতে পাওয়া গেছিল কমেডিয়ান কপিল শর্মার রিয়্যালিটি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’তে। সেইবারে কপিল শর্মা তাঁর প্রচুর প্রশংসা করেছিলেন। এমনকি সিধু পাজিও মীরা দেবীর নামে কবিতা লিখে ছিলেন।
দাবি করা হয় তিনি মেয়ের মতোই রূপচর্চা ও স্টাইলিং-এর দিকে মন দেন। শাড়ি, জুয়েলারি সবেতেই দারুণ পছন্দ দেখা যায় তাঁর। বয়স হয়ে গেলেও পাশ্চাত্য ও সাংস্কৃতিক পোশাক উভয়েই সাবলীল মেয়েরা দেবী। জানা গেছে, উর্বশীর জন্মগ্রহণ করেন উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে। তিনি তাঁর মা মীরাকে ছাড়া জীবন চলার কথা নাকি ভাবতেই পারেন না। আর তাই, কাজের ফাঁকে একটু সময় পেলেই পাড়ি দেন উত্তরাখণ্ডে ও মায়ের কোলে সময় কাটিয়ে আসেন। উর্বশীর বাবা বেশ বড়ো ব্যবসায়ী হিসাবে পরিচিত। সূত্রের খবর অনুযায়ী, উর্বশী খুব শীঘ্রই অভিনেত্রী হিসেবে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো এক বড়ো বাজেটের সিনেমার অংশ হতে চলেছেন।